কয়েক শ’ কোটি টাকার জমি জবরদখল

0
182
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার চুনাপাথর খনিপ্রকল্পের সম্পত্তি দখলের অভিযোগে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উত্তরশ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন খাঁ ও কয়লা আমদানিকারক সমিতি সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার ও তাদের সহযোগী ২৫০ জনকে আসামি করে গত রোববার রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন টেকেরঘাট চুনাপাথর খনিপ্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা এস এম আব্দুল হালিমমামলা নং-৪, ধারা-৪৪৭/৪৪৮/৩৭৯/৮০৬মামলার অন্য আসামিরা হলেনÑ কয়লা আমদানিকারক স্বপন কুমার দাস, অসিউর রহমান, শামীম আহম্মেদ রাজু, আহম্মদ খন্দকার, মোস্তাক খন্দকার, গিয়াস উদ্দিন খন্দকার, হাজী নুরু মিয়া ও আব্দুস ছালামমামলার অভিযোগে বলা হয়, চুনাপাথর খনিপ্রকল্পের জন্য ১৯৬৫-৬৬ সালে বিসিআইসির অধিগ্রহণকৃত তাহিরপুর সীমান্তের টেকেরঘাটে হুকুম দখল করা ৩২৭ একর জায়গার দৃষ্টিনন্দন পাহাড়ি টিলা কেটে কয়লার ডিপো নির্মাণ করা সরকারি বাসাবাড়ির তালা ভেঙে কয়েক শকোটি টাকার সম্পদ দখল, পাটলাই নদীতে টোলট্যাক্সের নামে কয়লা-চুনাপাথর পরিবহনকারী ইঞ্জিন-নৌকা ও কার্গো থেকে  চাঁদাবাজি বিসিআইসির রাস্তা লিজের নাম করে ট্রলি-লরি থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করেন ওই আসামিরাএ ছাড়াও সম্প্রতি এই চক্রটি পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রি ও সরকারি বাজার নির্মাণের নামে দোকানপ্লট বিক্রি করে ৩০০ লোকের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আদায় করেছেএ ব্যাপারে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন খাঁ সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার রেকর্ডভুক্ত জায়গা দখল করেছিঅন্যান্য বিষয় আমার জানা নেইথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বলেন, মামলা দায়েরের ঘটনা সত্য, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবেমামলার বাদি এস এম আব্দুল হালিম বলেন, শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে মামলা দায়ের করা হয়েছেভূমিখেকোরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় এত দিন মামলা করা সম্ভব হয়নিচুনাপাথর খনিপ্রকল্প সূত্র জানায়, বিসিআইসির দায়িত্বে থাকা ছাতক সিমেন্ট ফ্যাক্টরির এক উচ্চপদস্থ কর্মকর্তার যোগসাজশে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত টেকেরঘাট চুনাপাথর খনিপ্রকল্প এলাকায় আসামিরা লুটপাট, পাহাড়ি টিলা কেটে জায়গা-জমি ও বাসাবাড়ি দখল করেছে

 

 

 

১৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন