সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

0
136
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক: শিক্ষাঙ্গনকে সন্ত্রাস, দখলদারি ও সাম্প্রদায়িকতামুক্ত করতে ছাত্রসমাজকেঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করেছেছাত্র ইউনিয়নএ উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করেছেসংগঠনটি
সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন মঈন হোসেনরাজুর বেদিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়এ সময় সেখানে রাজুরমা, সংগঠনের সভাপতি এস এম শুভ, সাধারণ সম্পাদক হাসান তারেক উপস্থিত ছিলেন
এরপর দুপুর ১২টায় মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়মিছিলটি ক্যাম্পাস ঘুরে কলা ভবনের মূল ফটকে সমাবেশ করে

 

১৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন