বিজ্ঞান ও প্রযুক্তি: রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বার্ষিক ‘সিটি আইটি মেলা ২০১৩’। ২৩ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ স্লোগানে এ মেলার আয়োজক বিসিএস কম্পিউটার সিটি কমিটি। মেলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির পণ্যগুলো প্রদর্শন করা হবে। এর পাশাপাশি সব ধরনের প্রযুক্তিপণ্য কেনাকাটায় উপহার ও ছাড় পাওয়া যাবে। গতকাল বুধবার মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, মেলার আহ্বায়ক এম এম কামরুজ্জমান, মেলার পৃষ্ঠপোষক বাংলালায়নের প্রধান যোগাযোগ কর্মকর্তা জি এম ফারুক খান, স্যামসাংয়ের উপমহাব্যবস্থাপক আবুল হাসনাত, জেরোক্সের হেড অব অপারেশন জেরিফ আফতাবসহ আরও অনেকে।
এম এম কামরুজ্জামান পরে মেলার বিস্তারিত উপস্থাপন করেন। মেলায় প্রতিদিনকার প্রবেশ টিকিট থেকে লটারি করে এলসিডি টিভি, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরাসহ নানা উপহার পাওয়া যাবে।স্যামসাংয়ের প্রতিটি ল্যাপটপের সঙ্গে টি-শার্ট ও নির্দিষ্ট চারটি মডেলের স্ক্যাচকার্ডে নগদ ৫০০ টাকা থেকে নেপাল ভ্রমণের টিকিট মিলবে। প্রদর্শনী উপলক্ষে রিশিত কম্পিউটার্স লিমিটেড সনিভায়ো ডুয়ো ১১ কোর আই ৫ এবং ৭ ল্যাপটপ বিশেষ মূল্যছাড় ঘোষনা করেছে।আর মেলার ১০ দিন চিত্রাঙ্কন, গেমিং, ফটোগ্রাফি, বিতর্ক, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মেলার প্রবেশ টিকিটের মূল্য ১০ টাকা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার পৃষ্ঠপোষক বাংলালায়ন, আসুস, স্যামসাং, ক্যাসপারস্কি ও জেরোক্স। গণমাধ্যম সহযোগী এটিএন বাংলা, ইত্তেফাক, এবিসি রেডিও ও বাংলানিউজ ২৪ ডট কম।
১৫ মার্চ বিসিএস কম্পিউটার সিটিতে গিগাবাইট গেমিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং অর্পণ কমিউনিকেশনের আয়োজনে এ প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইউনিভার্সিটিতে।
ছবি প্রতিযোগিতা: মেলা উপলক্ষে স্যামসাংয়ের সৌজন্যে রয়েছে ছবি তোলা প্রতিযোগিতা। এতে আগ্রহী যে কেউ ‘দৈনন্দিন জীবন’ বিষয়ে ছবি তুলে জমা দিতে পারবেন। ১০-২৫ বছর বয়সীরা এ গ্রুপ এবং ২৫ বছরের বেশি বয়সীরা বি গ্রুপে অংশ নিতে পারবেন। সেরা ছবি নিয়ে হবে ছবি প্রদর্শনীর আয়োজন। সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মার্চ। ছবি জমা দিতে হবে বিসিএস কম্পিউটার সিটি অফিসে।
১৪ মার্চ/নিউজরুম