বিনোদন ডেস্ক: অবশেষে চূড়ান্ত হলো বালামের চতুর্থ একক অ্যালবামের গানের তালিকা। তবে অ্যালবামের নাম চূড়ান্ত হতে এখনো সপ্তাহ খানেক সময় লাগবে। বালামের এবারের অ্যালবামটি ১০টি গান দিয়ে সাজানো হয়েছে।
জানা গেছে, নিজের চতুর্থ অ্যালবামের জন্য তাড়াহুড়া করেননি বালাম। একটু সময় নিয়ে, পরিকল্পনা করে শ্রোতাদের জন্য নতুন কিছু গান তৈরি করেছেন তিনি। বালামের মতে, নতুন অ্যালবামে শ্রোতারা নতুন এক বালামকে পাবেন। একেবারে অন্য রকম কিছু গান করেছি। তবে বলে তো কিছুই বোঝানো যায় না; গানগুলো শুনলেই সবাই বুঝতে পারবেন।
আগের সব কটি অ্যালবামেই পপ ধারার গান বেশি করেছিলেন বালাম। এবার তা থেকে সরে এসেছেন। নানা স্বাদের গান করেছেন। বালাম বললেন, ‘নতুন অ্যালবামের গানগুলোতে অ্যাকুয়িস্টিক সাউন্ডের ওপর বেশি নির্ভর করেছি।’ এ ছাড়া জানালেন, সব কটি গানই তৈরি হয়ে আছে। তাঁর ইচ্ছা আসছে বৈশাখেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার।
নাম চূড়ান্ত না হওয়া বালামের নতুন অ্যালবামের গানগুলো হচ্ছে: ‘ও আকাশ’, ‘অচিন’, ‘জানলে না’, ‘একটু শোনো না’, ‘অনুতাপ’, ‘লুকোচুরি-২’, ‘স্বপ্ন’, ‘দিও না ফিরিয়ে’, ‘ডানা মেলে’ এবং ‘দিন চলে যায়’।
১৪ মার্চ/নিউজরুম