ফিল্ম সেটেই যেন আমার মৃত্যু হয়-কারিনা

0
178
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: বিয়ের পরে অভিনয় করবেন কি নাপ্রশ্নটা অসংখ্যবার শুনতে হয়েছে কারিনা কাপুর খানকেতবে এবার সবার সব সংশয় একদম উড়িয়ে দিলেন এই তারকাবিয়ের পরে অভিনয় ছাড়ার তো সম্ভাবনা নেই-ই; এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করেই কাটাতে চান বেবোছোটবেলা থেকেই আমি অভিনয়ে আগ্রহী, বুড়ো হওয়া পর্যন্ত অভিনয়ই করে যেতে চাইফিল্ম সেটেই যেন আমার মৃত্যু হয়এভাবেই বললেন কারিনা
আর অভিনয় ছাড়া ফিল্মের অন্য কোনো কাজেও আগ্রহ নেই তাঁরলারা দত্ত, দিয়া মির্জা, প্রীতি জিনতাসহ আরও অনেক অভিনয়শিল্পীকে দেখা গেছে প্রযোজনা করতেতবে সে পথে হাঁটার মোটেও ইচ্ছা নেই বলেই জানালেন কারিনাআইএএনএস

 

১৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন