ওয়ানডে সিরিজের দল

0
515
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: ডেভিড ইয়াংয়ের মতামতের জন্য আর অপেক্ষা করল না আকরাম খানের নির্বাচক কমিটিজাতীয় দলের ফিজিও ও বিসিবির চিকিসকেরা মাশরাফি বিন মুর্তজাকে এখনো ফিট মনে করছেন নাতাঁদের এই মতামতের ওপর ভিত্তি করে মাশরাফিকে ছাড়াই শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের দল ঘোষণা হলো কালইয়াং এখনো কিছু জানাননিতবে আমাদের ফিজিও-ডাক্তাররা বলেছেন ও ফিট নয়’—দল ঘোষণার পর মাশরাফিকে না নেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক
আবদুর রাজ্জাক শ্রীলঙ্কা চলে গেছেন আগেইটেস্ট দলের বাইরে থেকে এবার ওয়ানডে দলে যোগ হবেন পেসার নাজমুল হোসেন, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও অলরাউন্ডার জিয়াউর রহমানদ্বিতীয় টেস্টের পর দেশে ফিরে আসার কথা শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, ইলিয়াস সানি ও মার্শাল আইয়ুবের
জাতীয় লিগ ও বিসিএলের পর গল টেস্টেও সেঞ্চুরিদীর্ঘ পরিসরের ক্রিকেটের উত্তুঙ্গ এই ফর্মই দুই বছর পর ওয়ানডে দলে ফেরাল মোহাম্মদ আশরাফুলকেসর্বশেষ ওয়ানডেটি তিনি খেলেছিলেন ২০১১ সালের অক্টোবরে, ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেদলে ফেরাদের তালিকায় আছেন মোশাররফ-নাজমুলওঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেললেও ২০০৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে অভিষেক সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়েই গিয়েছিলেন মোশাররফঅবশ্য লম্বা বিরতি দিয়ে দলে ফেরায় মোশাররফের চেয়েও এগিয়ে বাঁহাতি ব্যাটসম্যান ফয়সাল হোসেন২০০৪ সালে দল থেকে বাদ পড়ে আবার ফিরেছিলেন ২০১০ সালেফেরাদের মধ্যে নাজমুল দলে আসা-যাওয়ার মধ্যেই থাকেন সব সময়গত বছর মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেললেও ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ডিসেম্বরের সর্বশেষ সিরিজেওই সিরিজের দলে শুরুতে ছিলেন না জিয়াওআবুল হোসেন আঙুলে চোট পেলে দলে ডাক পড়ে তাঁরতবে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেও জিয়া এখনো আছেন অভিষেক ওয়ানডের অপেক্ষায়
পেসার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যান জিয়ারই জয়জয়কার এখনপ্রধান নির্বাচকের দৃষ্টিতেও তিনি পাচ্ছেন অলরাউন্ডারের মর্যাদা, ‘দু-তিন বছর ধরেই জিয়া ব্যাটসম্যান হিসেবে ভালো খেলছেতাকে অলরাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছেদলে মোশাররফের আসাটাকেও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের পুরস্কার বললেন আকরামতবে বাঁহাতি এই স্পিনার এখন পর্যন্ত দলে একজন ব্যাকআপবোলারইআমরা সব সময় দুই জন বাঁহাতি স্পিনার নিয়ে খেলিতবে রাজ্জাকের সঙ্গে এখন অফ স্পিনার সোহাগ গাজী আছে১৫ জনের মধ্যে মোশাররফ হয়তো ব্যাকআপ হিসেবেই থাকবে’—বলেছেন আকরাম খান

ওয়ানডে সিরিজের দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক (বিজয়), জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, মমিনুল হক, মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), নাসির হোসেন, সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, নাজমুল হোসেন, মোশাররফ হোসেন, আবুল হাসান ও জিয়াউর রহমান

 

১৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন