‘নতুন দিনের সূচনা’

0
161
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক:জয় নাকি একটা দলকে আমূল বদলে দিতে পারেড্র-ও কি তা-ই পারে! মনে তো হচ্ছে
বাংলাদেশ থেকে যে দলটি শ্রীলঙ্কায় এসেছিল, গত পরশু গল থেকে কলম্বোয় এল কি সেই একই দল! ধন্দে পড়ে যেতে হচ্ছেখেলোয়াড়দের শরীরী ভাষায় আত্মবিশ্বাসের বিচ্ছুরণমুখেও সেটির অসংকোচ প্রকাশএকটা ড্রয়ের এমন মহিমা!
টেস্ট ম্যাচ তো বাংলাদেশ আগেও ড্র করেছেএমনও নয় যে তার সব কটিই বৃষ্টির আনুকূল্যধন্যসেসব ড্রয়ের কোনোটিই তো এমন নতুন দিনের সূচনাবলে সমস্বর কোরাস তোলেনিকোথায় এসে তাহলে গলের ড্রটা আলাদা হয়ে যাচ্ছে?
শ্রীলঙ্কায় এর আগের ৮টি টেস্টের দুঃসহ স্মৃতি অবশ্যই একটা কারণতবে আসল কারণ এটি নয়সেটি লুকিয়ে আছে গলের ওই পাঁচ দিনেইলুকিয়ে আছে দুটি ইনিংসেমুশফিকুর রহিমের ২০০ আর মোহাম্মদ আশরাফুলের ১৯০ শুধুই সংখ্যাতত্ত্বের সীমানা ছাড়িয়ে পরিণত বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে প্রভাববিস্তারী দুটি ইনিংসে
এমনই যে, রানবন্যার ওই টেস্টে একটি রানও করতে না-পারা মাহমুদউল্লাহ ব্যক্তিগত দুঃখকে হাসির আড়ালে ঢেকে বলতে পারছেন, ‘এই টেস্টটা আমাদের স্বপ্নের পরিধি বাড়িয়ে দিয়েছেজহুরুল ইসলাম সেই স্বপ্নটাকে ছড়িয়ে যেতে দেখছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, ‘ভবিষ্যতের তরুণ ক্রিকেটারদের কাছে টেস্টে ডাবল সেঞ্চুরি এখন আর অসম্ভব কোনো স্বপ্ন হয়ে থাকবে নামুশফিক ২০০ করেছে, আশরাফুল ১৯০আমাদের দলের অন্য ব্যাটসম্যানরাও এখন ভাববে, ওরা যদি পারে, আমরা কেন পারব না? তামিম এত ভালো ব্যাটসম্যান, অনেক সেঞ্চুরি করেছে, এখন ও বড় বড় সেঞ্চুরি করার কথা ভাববে
বাংলাদেশ দলের বিশ্রামের দিনে কাল ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়েছিলেন শুধু তামিম ইকবালদ্বিতীয় টেস্টে খেলা নিয়ে কোনো সংশয় নেইতাঁর স্বপ্নও এখন আর শুধুই একটা সেঞ্চুরিতে সীমাবদ্ধ নয়বাংলাদেশের ব্যাটসম্যানদের স্বপ্নের সীমা যে এখন বড় সেঞ্চুরিতে বিস্তৃত!
তামিম পরিবর্তনটা খুব টের পাচ্ছেন, ‘সত্যি কথা বললে, এত দিন আমি ডাবল সেঞ্চুরির কথা ভাবলেও সেটির পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতমুশফিক আর আশরাফুল ভাইয়ের ইনিংস দুটি সেই প্রশ্নচিহ্নটাকে দূর করে দিয়েছেশুধু আমার নয়, বাকি সবার সামনেই একটা উদাহরণ দাঁড় করিয়ে দিয়েছে
ডাবল সেঞ্চুরি আর প্রায় ডাবল সেঞ্চুরির ইনিংস দুটি নিয়ে কথা বলতে গিয়ে মোহাম্মদ আশরাফুলের প্রায় ডাবল সেঞ্চুরিটার কথাই আগে বলতে চাইলেন তামিমবললেনও এত চমকার যে তাঁর জবানিতেই তা তুলে দিতে ইচ্ছা করছে
আশরাফুলের ১৯০ নিয়ে তামিম ইকবাল:রান করা এক জিনিস আর চাপের মধ্যে রান করা আরেক জিনিসসবকিছু পক্ষে থাকলে যেকোনো ব্যাটসম্যানের জন্যই রান করাটা সহজ হয়ে যায়আশরাফুল ভাইয়ের ইনিংসটাকে আমি স্পেশালবলব, কারণ কোনো কিছুই তাঁর পক্ষে ছিল না২৫ জনের দলে ছিলেন নাপ্রস্তুতি ম্যাচেও খেলবেন কি না খেলবেন না ঠিক ছিল নাউনি বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টারউত্থান-পতন সবই দেখেছেনএবারও তাঁকে নিয়ে প্রশ্ন ছিলএই অসম্ভব চাপ মাথায় নিয়ে যে ইনিংসটা খেলেছেন, সেটির তুলনা হয় নাবাংলাদেশের পক্ষে এর চেয়ে ভালো ইনিংসও হয়তো আমি দেখেছি, তবে এত দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাউকে খেলতে দেখিনিউনি প্রমাণ করেছেন, চাইলে উনি মেন্টালি কত স্ট্রং হতে পারেন
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় আশরাফুল যখন দলের বাইরে, তখনো একদিন কথায় কথায় বলেছিলেন, তাঁর চোখে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলসে কথা মনে করিয়ে দিয়ে তামিম বললেন, ‘আমি বিশ্বাস করি, বলেই অমন বলেছিলামউনি নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করতেন নাওনাকে টিপস দিচ্ছি না, তবে আমার অনুরোধ থাকবে উনি এমন গেমপ্ল্যান নিয়েই যেন ব্যাটিং করেনতাহলে এমন ইনিংস আমরা অনেক দেখতে পারব
মুশফিকুর রহিমের ২০০ নিয়ে তামিম: আইডল বলতে যা বোঝায়, মুশফিক হলো তা-ইওর পারফরম্যান্স হয়তো সুপারস্টারের মতো ছিল নাতবে ওর নিবেদন, শৃঙ্খলাবোধ দলের বাকি সবার জন্য দারুণ উদাহরণওর সবকিছু এত গোছানো! কেউ যদি সবকিছু এমন ঠিকভাবে করে যায়, তাঁর প্রাপ্তিটা তো বেঠিক হতে পারে নামুশফিক ডাবল সেঞ্চুরি করায় আমি তাই একটুও অবাক হইনিওর যে কোয়ালিটি, তাতে এটা ফ্লুক নয়আমি ওর ব্যাটিংয়ের বড় ভক্তবিশেষ করে এক বছর ধরে এমন ব্যাটিং করছে যে ও নামলেই বাংলাদেশের সবাই কিছু আশা করেদেখবেন, ও আরও অনেক কিছু করবে
ব্যাটসম্যানরা ব্যাটিং-কীর্তিতে অনুপ্রাণিত হবেন, সেটিই স্বাভাবিকতবে মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের ইনিংস দুটি শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদেরই নয়, স্বপ্নের সীমানা বড় করে দিয়েছে পুরো দলেরইঅফ স্পিনার সোহাগ গাজী যেমন বললেন, ‘ব্যাটসম্যানরা পেরেছে, আমরা বোলাররাও পারবআমাদের যে কারও পক্ষে যেকোনো কিছু করা সম্ভব, ওই ইনিংস দুটি সবার মনে এই বিশ্বাস ছড়িয়ে দিয়েছে
সেই বিশ্বাসই সিরিজ শুরুর আগের স্বপ্নটাকেও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেসিরিজ শুরুর আগে অন্তত একটি টেস্ট ড্র করতে চাইএখন সিরিজ ড্র করতে চাইস্বপ্নে রূপান্তরিতসেই স্বপ্ন স্বপ্নও থেকে যেতে পারেকিন্তু সেটি ভাবার সাহসটাই কি কম কিছু!
মূলে ওই দুটি ইনিংস!

 

 

 

১৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন