২৬৬তম পোপ নির্বাচিত

0
145
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোগলিও (৭৬) রোমান ক্যাথলিকদের ২৬৬তম পোপ নির্বাচিত হয়েছেনপ্রথমবারের মতো লাতিন আমেরিকার কোনো ব্যক্তি ক্যাথলিক খ্রিষ্টানদের পোপ নির্বাচিত হলেননতুন পোপ ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হবেন তিনিআজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়
গতকাল বুধবার স্থানীয় সময় বিকেলে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া বেরিয়েছেব্যালট পোড়ানোর এ সাদা ধোঁয়া বের হওয়ার অর্থ হলো, নতুন পোপ নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছেএর মাধ্যমে নির্বাচিত হয়েছেন নতুন পোপ; ক্যাথলিক খ্রিষ্টানদের চার্চের প্রধানএখন তিনি বিশ্ববাসীর কাছে ফ্রান্সিসনামে পরিচিত হবেন
নির্বাচিত হওয়ার পর সেন্ট পিটার্স স্কয়ারের বেলকনিতে এসে দাঁড়ান নতুন পোপএ সময় স্কয়ারের সামনে সমবেত লাখো জনতা তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানানতিনি উপস্থিত জনতার উদ্দেশে আশীর্বাদ জানান
ভ্যাটিকানের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, নতুন পোপ নির্বাচিত হওয়ার পরপরই হোর্হে মারিও বেরগোগলিও সাবেক পোপ বেনেডিক্টের সঙ্গে ফোনে কথা বলেছেনশিগগিরই তাঁর সঙ্গে সাক্ষাত্ করার কথা জানিয়েছেন তিনি
৮৫ বছর বয়সী পোপ ষোড়শ বেনেডিক্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত মাসে পদত্যাগ করেনতিনি আট বছর এই দায়িত্ব পালন করেন৬০০ বছরের মধ্যে বেনেডিক্টই প্রথম পোপ, যিনি পদত্যাগ করলেন
গতকাল সকালে পোপ নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ শুরু হয়মধ্যাহ্নভোজের আগেই কার্ডিনালরা দুবার ভোট দিলেও পোপ নির্বাচন করা সম্ভব হয়নিফলে ব্যালট পুড়িয়ে কালো ধোঁয়া তৈরি করা হয়মধ্যাহ্নভোজের পর আবার ভোট গ্রহণ শুরু হয়বিকেলে সিস্টিন চ্যাপেলের চিমনিতে সাদা ধোঁয়া দেখে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ জনতা উল্লসিত হয়ে ওঠেনসেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টাটিও বেজে ওঠেএর এক ঘণ্টা পর নতুন পোপ হিসেবে হোর্হে মারিও বেরগোগলিওর নাম ঘোষণা করা হয়
এবার ১১৫ জন কার্ডিনাল পোপ নির্বাচনে অংশ নিয়েছেন

 

১৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন