সিংড়ায় হরি মন্দিরে প্রতিমা ভাংচুর

0
181
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের দুর্গম পল্লী পাকুরিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে স্থানীয় হরি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

 

সিংড়া থানা পুলিশ জানান, মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের হরি মন্দিরের দরজা ভাঙ্গা দেখে এলাকাবাসী মন্দির কমিটির সভাপতি মনিন্দ্রনাথ পালকে খবর দিলে তিনি মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাংচুর দেখে থানায় খবর দেনমন্দির কমিটির সভাপতি মনিন্দ্রনাথ পাল জানান, দুর্বৃত্তরা গভীর রাতে প্রতিমাগুলো ভাংচুর করেছেএবিষয়ে সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে

 

ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু জানান, অত্র ইউনিয়নে কিছু দুষ্কৃতিকারী ও মামলাবাজ রয়েছেযারা বিভিন্ন মামলা, মোকদ্দমা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাদা আদায় করে থাকেএটা তাদেরই কাজ বলে মন্তব্য করেন তিনি

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান জানান, মধ্যরাতে দুর্বৃত্তরা মন্দিরের মূর্তি ভাংচুর করেছেতবে কাউকে আটক করা সম্ভব হয়নি

 

১৩ মার্চ, ২০১৩

 

শেয়ার করুন