সিংড়ায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ

0
151
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিটামিন এ ক্যাপসুল ও কৃমি নাশক ঔষধ খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছেহাসপাতালে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত শিশু ও অভিভাবকদের ভীর জমেএঘটনায় অনেক এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে

 

সূত্রে জানা যায়, মঙ্গলবার সারা দেশের ন্যায় সিংড়া উপজেলার ৩০৪টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমি নাশক ঔষধ খাওয়ানো হয়পরে শিশুদের মধ্যে খিচুনি, অনবরত বমি, পাতলা পায়খানা করাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়পরে অভিভাবক ও এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিকস্থ ¯^াস্থ্যকেন্দ্র ও বিভিন্ন হাসপাতালে শত শত শিশুদের ভীর জমেসরোজমিনে সিংড়া হাসপাতালে গিয়ে দেখা যায়, ভিটামিন এ ক্যাপসুল ও কৃমি নাশক ঔষধ খেয়ে নাদিরা, আমির হামজা, জাহিদ হাসান, রিমা, পল্লব, জামিলা, সরনা, আল নোমানসহ ১২জন শিশু ভর্তি হয়েছেএছাড়া জরুরী বিভাগে শত শত শিশুকে চিকিসা দেয়া হচ্ছে

 

উপজেলা ¯^াস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা জানান, ঔষধের পার্শ¦ প্রতিক্রিয়ার কারণে শিশুরা অসুস্থ হয়েছেতবে ভয়ের কিছু নেই

 

১৩ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন