নারী আরও এগিয়ে যাচ্ছে

0
223
Print Friendly, PDF & Email

১৩ মার্চ, ২০১৩, রক্ষণশীলতার চৌকাঠ পেরিয়ে নারী আরও এগিয়ে যাচ্ছে তাঁদের সৃজনক্ষমতা দিয়েশিল্পসৃষ্টির ক্ষেত্রে নারী-পুরুষের ভেদ নেইসৃষ্টির মোহে আবিষ্ট থেকেসৃষ্টিকর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই জরুরিএ প্রদর্শনীটি ১২ জননারীশিল্পীর ২৪টি এচিং ও অ্যাকুয়াটিন্ট মাধ্যমে করা কাজ নিয়েপ্রদর্শনীরশিরোনাম আমাদের কথাআয়োজন করেছে নয়জন নারীশিল্পীর উদ্যোগে গড়ে ওঠা সংগঠনসাঁকো২০০৩ সালে সাঁকোর যাত্রা শুরুশিল্পসৃষ্টির মধ্যেই সাঁকোরকার্যক্রম থেমে নেইসমাজে পিছিয়ে পড়া নারীদের মধ্যে, একাডেমিক শিক্ষা, কারিগরি শিক্ষাসহ অন্যান্য সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেপ্রদর্শনীর কাজগুলো ২০১২ সালে ঢাকা আর্ট সেন্টার ও সাঁকোর যৌথ আয়োজনেরকর্মশালায় করাকিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিওতে করা কাজগুলোর মাধ্যম হলোএচিং ও অ্যাকুয়াটিন্ট বা ধাতুর পাত তক্ষণপ্রদর্শনীর সমন্বয়ক শিল্পীআফরোজা জামিল আয়োজন নিয়ে বলেন, ছাপচিত্রের করণকৌশল রপ্ত করার সঙ্গে, বিষয়নির্বাচনের ক্ষেত্রে ভাবনার বিনিময়, ছাপচিত্রের নতুন মাধ্যম, কৌশল নিয়েচর্চা শুরু করাই ছিল লক্ষ্যনারীশিল্পীদের মাঝে ছাপচিত্রের শ্রমসাধ্য কাজেমনোযোগী করাও এ আয়োজনের উদ্দেশ্যপ্রদর্শনীর ২৪টি কাজে নারীর প্রতিসামাজিক অনাচারের সঙ্গে সমাজভাবনায় নারীর জীবনযাপনের কথা তুলে এনেছেনপ্রদর্শনীর অগ্রজ শিল্পীদের কিছু উল্লেখযোগ্য কাজের দিকে আমরা মনোযোগ দিলেইআমরা কিছু শিল্পীর মাধ্যমের ছবি আঁকার মাধ্যমে পরিবর্তন হলেও কাজেরগতিশক্তির উপস্থিতির হেরফের হয়নি এতটুকুওফরিদা জামানের দুটি কাজেরশিরোনাম ফ্রেন্ডসবা বন্ধু দুটি কাজেই স্থূল ও সুক্ষ্মরেখার সাহায্যেআবহমান বাংলার সুফিয়া চরিত্রকে উপস্থাপন করেছেনফরিদা জামানে রংতুলি আরক্যানভাসের সাহচর্যে সৃষ্ট শিল্প আর ছাপাই ছবির শক্তি একইভাবে দর্শকদেরকাছে ধরা দেয়নাসরিন বেগম দুটি কাজে মালালার প্রতিকৃতিকে তুলে এনেছেনমালালা-১ ছবিতে জমিন ও রেখার গাঢ় ও হালকা গোলাপি রং ব্যবহারে বিষয়ের মাঝেদ্রোহ স্পষ্টকনকচাঁপা চাকমার দুটি কাজের মধ্যে একটির শিরোনাম অ্যামোমেন্টবা একমুহূর্তরামুর বৌদ্ধপল্লির নৃশংস হামলায় ক্ষতিগ্রস্তবৌদ্ধমূর্তির সঙ্গে ছবির ওপরিভাগে আলোকিত চাঁদের স্থান দখলে নিয়েছে কালোবৃত্ত বা অন্ধকার বৃত্তফারেহা জেবা তাঁর দ্য ড্রিমশিরোনামের কাজেরমাঝে নারীর দেহাবয়বের সঙ্গে প্রকৃতিকে জড়িয়েছেনসুলেখা চৌধুরী ছবির বিষয়নির্মাণ করেন নারীর প্রতি সামাজিক অনাচারের মুহূর্তকেতাঁর ছবিতে নারীরগায়ে ছুটে আসে ধারালো ব্লেড, কোনো ছবিতে তীক্ষরেখার গতিবিদ্ধ করে দেয়নারীর শরীরএ প্রদর্শনীর কাজ দুটো একটু ব্যতিক্রমনারীমুখে জড়িয়ে আছেপত্রপল্লববিষয় নির্মাণের ক্ষেত্রে শিল্পী কখনো এমন সিদ্ধান্ত নিতেইপারেনবাংলাদেশের শিল্পসৃষ্টির শুরু যেখান থেকে শুরু সে বাস্তবরীতিরনির্মাণ থেকে শিল্পীরা ভাঙছেন, গড়ছেন আবার নিজেদের নতুন প্ল্যাটফর্ম আরনতুন মাধ্যমে যুক্ত করছেনআবার সঙ্গে শিল্পের দর্শক সমঝদারেরা প্রদর্শনীদেখে নিশ্চয়ই একমত হবেন১ মার্চ শুরু হওয়া এ প্রদর্শনীটি শেষ হবে ১২মার্চ
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ফরিদা জামান, নাঈমা হক, নাসরিন বেগম, কুহু প্লেমানডন, ফারেহা জেবা, কনকচাঁপা চাকমা, সুলেখা চৌধুরী, ফারজানা ইসলাম, রেবেকা সুলতানা, আফরোজা জামিল, সান্ত্বনা শাহরীন, ফারজানারহমান

শেয়ার করুন