শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মো.আখতারুজ্জামানকে নাস্তিক ঘোষণা করে তাঁর ফাঁসির দাবি জানানোর ঘটনার সঙ্গেজড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনকরেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার অপরাজেয় বাংলারপাদদেশে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিতশিক্ষক-শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক আখতারুজ্জামান একজন ধর্মপ্রাণ শিক্ষক।তাঁর বিরুদ্ধে একটি প্রতিক্রিয়াশীল স্বার্থান্বেষী মহল যে অভিযোগ এনেছে, তাকোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরগ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
গত রোববার জাতীয়প্রেসক্লাবের সামনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীঐক্যজোটের একটি সমাবেশ থেকে আখতারুজ্জামানকে নাস্তিক ঘোষণা করে তাঁর ফাঁসিরদাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ ব ম ফারুক, প্রক্টর আমজাদ আলী, বিশ্ববিদ্যালয়েরশিক্ষক মাকসুদ কামাল, শফিউল আলম ভূঁইয়া, আবদুল বাসির, গোলাম রাব্বানী, সুরাইয়া আকতারসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
১৩ মার্চ/নিউজরুম