কমলগঞ্জে অনাবৃষ্টিতে মরে যাচ্ছে চাগাছ

0
277
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক: চা বাগানবেষ্টিত মৌলভীবাজার জেলায় আবহাওয়ার বিরূপ প্রভাব ল করা যাচ্ছেচলতি মওসুমে দীর্ঘ অনাবৃষ্টিতে জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানে রেড স্পাইডারের আক্রমণে মরে যাচ্ছে চা গাছইরিগেশন ব্যবস্থা থাকলেও অনাবৃষ্টিতে নদী ও ছড়াগুলো শুকিয়ে গেছেফলে সেচ দিতে না পারায় চায়ের পাদন হ্রাসের আশঙ্কা করা হচ্ছেকয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকায় চায়ের উপাদন হ্রাস পেয়ে চা শিল্পের ওপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কাআবহাওয়ার বিরূপ প্রভাবে বৃষ্টিপাতের অভাবে এবং কর্তৃপরে অব্যবস্থাপনার কারণে ফি বছর চায়ের উপাদন হ্রাস পাচ্ছে বলেও জানা গেছে

 

কমলগঞ্জ উপজেলার কয়েকটি চা বাগান ঘুরে জানা যায়, অনাবৃষ্টিতে এ বছর কমলগঞ্জ উপজেলার ২২টি চা বাগানে ব্যাপক তি হয়েছেখরায় নতুন ও পুরনো চা গাছ মরে যাচ্ছেনদী ছড়াসহ চা বাগানের জলাশয়গুলোতে পানি শুকিয়ে যাওয়ায় চা বাগানে ইরিগেশন ব্যবস্থা থাকলেও বিভিন্ন টিলায় নিয়মিত সেচ দেয়া সম্ভব হচ্ছে নাদীর্ঘ অনাবৃষ্টির ফলে চা গাছ রেড স্পাইডারের (চা গাছের এক ধরনের লাল রোগ) আক্রমণেরও শিকার হচ্ছে এবং বাগানের বিভিন্ন টিলায় চা গাছ মরে যাচ্ছেচলতি মওসুমে চা বাগানের প্লান্টেশন এলাকার চা গাছ কাটিং (আগাছা ছাঁটা) হয়আর এসব কাজের পর নিয়মিত সেচ দেয়ার প্রয়োজনআর মাঘ মাসে হাল্কা বৃষ্টি হলে চা বাগানের চারা গাছ দ্রুত গজাতে থাকেবাংলাদেশ চা বোর্ডের মালিকানাধীন একটি চা বাগানের ব্যবস্থাপক জানান, মাঘ মাসের বৃষ্টি চা বাগানের জন্য খুবই উপকারী কিন্তু বৃষ্টি হয়নি

 

বিটিবির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিকূল আবহাওয়া, চায়ের চাহিদা বৃদ্ধি ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে দিন দিন চায়ের উপাদন হ্রাস পাচ্ছেদীর্ঘ চার-পাঁচ মাস শ্রীমঙ্গল ও এর আশপাশ এলাকায় চা বাগানের বিভিন্ন টিলায় পাহাড়ি ছড়া, লেক ও গভীর নলকূপ থেকে সেচ দেয়া হয়বৃষ্টিপাত না হওয়ায় পানির স্তর নিচে নামতে শুরু করে এবং বিভিন্ন নদী, ছড়া শুকিয়ে যাওয়ায় সেচের অভাবে চা গাছে পানি দেয়া সম্ভব হচ্ছে নাডানকান ব্রাদার্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, অধিকাংশ চায়ের টিলা ও সেকশন থেকে ছায়াবৃ চুরি হয়ে যাওয়ায় চা গাছের পানি শোষণের মতা হারিয়ে চা গাছ মরে যাচ্ছেচা শিল্পে কর্মরত সংশ্লিষ্টদের ধারণা, আবহাওয়ার তারতম্যের কারণে চা শিল্পেও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়তে শুরু করেছেসময় যত গড়াচ্ছে আবহাওয়ার পরিবর্তনও তত লক্ষ করা যাচ্ছেচা গাছ মরে যাওয়ার প্রধান কারণ প্রতিকূল আবহাওয়াচা শিল্পে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে চা গাছের ছায়াদানকারী গাছ রা ও বৈশ্বিক উষ্ণায়ন পরিবর্তনে পানিস্বল্পতা মোকাবেলায় চা বাগানের মধ্য দিয়ে প্রবাহিত নদীনালা, ছড়া ও খাল খনন করে পানি সংরণের ব্যবস্থা গ্রহণের জন্য চা বাগান ম্যানেজমেন্ট সংশ্লিষ্টদের কাছে দাবি জানান

 

অন্য দিকে কয়েক মাসে অনাবৃষ্টির কারণে চা গাছ মরে যাচ্ছেএসব চা গাছ রায় উদ্যোগ নিয়েও পানির অভাবে সেচ দেয়া যাচ্ছে নাতা ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এখন চা শিল্পের ওপরও পড়েছেবৈশ্বিক উষ্ণায়নের কারণে চা বাগানে তিপূরণ হিসেবে প্রাপ্ত বৈদেশিক সাহায্যের কিছু অংশ চা এলাকায় বিনিয়োগ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন

 

বৃষ্টি না হওয়ার কারণে চা গাছে তির কথা স্বীকার করে কমলগঞ্জের এনটিসির চাম্পারায় চা বাগান ব্যবস্থাপক রফিকুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, যথাসময়ে বৃষ্টিপাত হলে চা বাগানে এত দিনে উপাদন সম্ভব হতোইরিগেশন ব্যবস্থা থাকায় কিছুটা সেচ দিয়ে চা গাছ রা করা হচ্ছেতবে এই সময়ে দীর্ঘ অনাবৃষ্টিতে শুকিয়ে চা গাছ মরে যাচ্ছে এবং রেড স্পাইডারের আক্রমণ দেখা দিচ্ছে

 

 

 

১৩ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন