বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টুইটারে ছবি প্রকাশ করে গ্যালাক্সি ৪ স্মার্টফোনটি নিয়ে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে ছড়ানো নানা গুজব বন্ধ করল স্যামসাং।
সম্প্রতিযুক্তরাষ্ট্রের স্যামসাং মোবাইলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুনস্মার্টফোনটির ছবি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। কালো ব্যাকগ্রাউন্ডে অস্পষ্টকরে প্রকাশ করা ছবিতে স্মার্টফোনটি কেমন হবে, তা খানিকটা বোঝা যাচ্ছে। খবরএনডিটিভির।
ছবির শিরোনামে স্যামসাং লিখেছে, পরবর্তী বড় আকর্ষণের জন্যক্ষণগণনা শুরু হয়েছে। ১৪ মার্চ গ্লোবাল আনপ্যাকড অনুষ্ঠানের জন্য প্রস্তুততো?
নিউইয়র্কে ১৪ মার্চ একটি অনুষ্ঠানে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজেরনতুন স্মার্টফোন ‘এস ৪’ বাজারে আনার ঘোষণা দেবে স্যামসাং। নতুন এস্মার্টফোনটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে স্যামসাং। ওই ভিডিওতে এককিশোরকে গোপন একটি বাক্সসহ দেখানো হয়েছে।
স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটিঘিরে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বলা হচ্ছে, গ্যালাক্সি এস ৪ হবে৪.৯৯ ইঞ্চি মাপের, যা হাই-ডেফিনেশন মানের ভিডিও দেখাতে পারবে। এতে থাকবেদ্রুতগতির এক্সিনয়িস প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, গ্রাফিকস প্রসেসিংইউনিট। অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর স্মার্টফোনটিতে থাকবে ১৩ মেগাপিক্সেল ও২.১ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, এনএফসি, ওয়াই-ফাই সুবিধা ও তারহীনপ্রযুক্তির চার্জার।
চোখের সাহায্যে স্ক্রল, নতুন ধরনের ডিসপ্লে, বাতাসেটাচ করে স্মার্টফোন চালানোর মতো বিভিন্ন প্রযুক্তি থাকতে পারে ‘গ্যালাক্সিএস ৪’-এ।
জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস ৩-এর উত্তরসূরি এস৪-এ নতুন কী চমক থাকছে, তা জানার জন্য ১৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতেঅনুরোধ করেছে স্যামসাং।
১৩ মার্চ/নিউজরুম