বিনোদন ডেস্ক: ভাগ্যিস, মেয়েরা লুঙ্গি পরেন না! পরলে হয়তো দুই দিন পরই দেখা যেত, কোনো লুঙ্গির বিজ্ঞাপনে লুঙ্গি পরিহিত দীপিকা পাড়ুকোনের ছবি শোভা পাচ্ছে! রোহিত শেঠির চেন্নাই এক্সপ্রেস ছবিতে লুঙ্গি-শার্ট পরেছেন এই তারকা। কেবল লুঙ্গি পরেই রুপালি পর্দায় আবির্ভূত হচ্ছেন না তিনি, মুক্তির অপেক্ষায় থাকা তিনটি ছবিতে তাঁকে দেখা যাবে তিন রূপে। অয়ন মুখার্জির ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে এই তারকাকে দেখা যাবে আরেক রূপে। ৩১ মে মুক্তি পাবে ছবিটি। এতে দীপিকা অভিনয় করেছেন সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। আরেক রণবীর অর্থাৎ রণবীর সিংয়ের বিপরীতে তাঁকে দেখা যাবে রাম লীলা ছবিতে। সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে দীপিকা সাজবেন পুরোপুরি ভারতীয় ঢংয়ে। আইএএনএস।
১৩ মার্চ/নিউজরুম