গুগলের জাদু!

0
137
Print Friendly, PDF & Email

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক মোবাইল ফোন ধরে রাখতে হাতের চার আঙুল কাজ করে আর বৃদ্ধ আঙুলটি দিয়ে মোবাইলের যাবতীয় কাজ করা হয়মোবাইল ফোন ব্যবহারের সময় অকেজো হয়ে থাকা চারটি আঙুল কাজে লাগানোর পরিকল্পনা করেছে গুগল
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটের এক প্রতিবেদন অনুযায়ী, টাচ স্ক্রিন নিয়ন্ত্রণের কাজে হাতের চারটি আঙুল কাজে লাগাতে চায় অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগলসম্প্রতি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ও ট্যাবলেটের ক্ষেত্রে টাচ কন্ট্রোল প্রযুক্তিটির জন্য পেটেন্টের আবেদন করেছে গুগলপেটেন্ট আবেদনে এ প্রযুক্তিটিকে বোল্টবলা হচ্ছে
পেটেন্ট আবেদন অনুযায়ী, স্মার্টফোন বা ট্যাবলেটের পেছনের অংশে আঙুলের চাপ বা ঘষা দিয়ে নানা কাজ করা যাবেঅ্যাপ্লিকেশন চালানো থেকে শুরু করে ফোন কল করার বিষয়টি পর্যন্ত পণ্যের পেছন থেকেই চার আঙুল দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে২০০৬ সালে পণ্যের পেছন থেকে চার আঙুল ব্যবহারের এরকম একটি পেটেন্ট আবেদন করেছিল গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপলকিন্তু গত সাত বছরেও এ প্রযুক্তিটি কোনো পণ্যে যুক্ত করেনি অ্যাপল কর্তৃপক্ষ

 

( মার্চ) নিউজরুম

 

শেয়ার করুন