বিনোদন ডেস্ক মাস খানেকের মধ্যে নতুন ছয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন ইমন। ছবিগুলো হলো চাষী নজরুল ইসলামের ভুল যদি হয় ও কোথায় আছো কেমন আছো, সেলিম রেজার না বলা ভালোবাসা, রাজু আহমেদের তবুও তুমি আমার, রফিক শিকদারের পদ্মা পাড়ের পার্বতী এবং স্বপন আহমেদের কুয়াশা—দ্যা জার্নি। ছবিগুলোর কাজ নিয়ে নানা পরিকল্পনা নিয়ে এখন ব্যস্ত ইমন।
জানা গেছে, ছয় ছবির মধ্যে আজ সোমবার থেকে চাষী নজরুল ইসলামের একটি ছবির শুটিং শুরু করবেন এই অভিনেতা।
ইমন বললেন, ‘ছোট পর্দায় আমি যখন অনেক ব্যস্ত, ঠিক তখনই চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিই। বলতে পারেন, আমার ধ্যান-জ্ঞান সবকিছুই চলচ্চিত্রকেন্দ্রিক। এ ছাড়া এখন চলচ্চিত্র নির্মাণের হারও বেড়েছে আগের তুলনায়। পাশাপাশি আমিও চলচ্চিত্রে অনেক ব্যস্ত হচ্ছি। বিষয়টা আমাদের সবার জন্য অনেক ইতিবাচক।’
ইমন আরও বললেন, ‘নতুন ছয় ছবির মধ্যে প্রতিটিরই গল্প ভিন্ন। প্রতিটি ছবিতে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ পাব।’
এদিকে নতুন ছবিগুলোর পাশাপাশি ইমন এখন পদ্মপাতার জল, পরবাসিনী ও পায়রা ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিগুলোতে ইমনের নায়িকারা হলেন মীম, মেহজাবিন ও দিপালী।
(১২ মার্চ):নিউজরুম