১৫৩ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

0
169
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:চিফহুইপ জয়নাল আবদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, আমানুল্লাহ আমান সহ আটক বঈনপি্র ১৫৩ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছেপল্টন থানায়
পুলিশের উপর হামলা মামলায় জয়ানাল আবদিন ফারুক কেপ্রধান করে এই মামলা দায়ের করেছে পুলিশএই মামলার অন্য আসামীরা হলেন-রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শফিউল আলম প্রধান সহ বাকীদের 
সোমবারসন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছেঅন্যমামলায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে  দুটিমামলাই করা হয়েছে পল্টন থানায়

 

১২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন