অফিসে আসার পথে গাড়ি না পাওয়ায় দুর্ভোগে পোষাক শ্রমিকরা

0
185
Print Friendly, PDF & Email

তেজগাঁও : হাতে টিফিন বক্স। কর্মমুখী মানুষের পায়ে দ্রুত গতি। গন্তব্য কারখানা। হরতালের সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার বিভিন্ন সড়কের দৃশ্য এটি। এ অঞ্চলে হরতালের প্রভাব সামান্যই।

প্রায় প্রত্যেকটি কারখানার গেট দিয়ে নিত্যদিনের মতো প্রবেশ করছেন শ্রমিকরা। সেখানে নিয়মের কোনো ব্যত্যয় নেই।

হরতাল সব কারখানা বা শ্রমিকদের ছোঁয় না বলেই জানালেন কর্মীরা। তেজগাঁও এলাকার একটি বিস্কুট কারখানা শ্রমিক তানিয়া আক্তার বলেন, “আমরা হরতাল বুঝি না। প্রতিদিনই অফিস করি। হরতালের কারণে কারখানা বন্ধও হয় না।”

তবে অফিসে আসার পথে অনেককে গাড়ি না পাওয়া দুর্ভোগে পড়তে হয়েছে বলে জানান শ্রমিকরা। নিজের অফিসের সামনে সিএনজি অটোরিকশা থেকে নামতে দেখা যায় তালেব, আকরাম, সাথীসহ পাঁচজনকে। তারা জানান, রাস্তায় অন্যান্য দিনের মতো গাড়ি না থাকায় বাধ্য হয়ে অটোরিকশাতে করেই অফিসে আসতে হলো। ভাড়া বেশি হওয়ায় সবাই ভাগাভাগি করে এসেছে।

তবে রাজধানীর গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে।

সকাল থেকেই বিভিন্ন রাস্তায় গার্মেন্টস শ্রমিকদের বহনকারীর বাস দেখা যায়। সময়মত অর্ডার সাপ্লাই করার জন্য এ মালিকপক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন কর্মীরা।

এদিকে, শিল্প এলাকাগুলোতে যাতে কোনো নাশকতা না ঘটে এজন্য বিশেষ নজরদারি রেখেছে পুলিশ। বিভিন্ন কারখানার সামনে, মোড়ে মোড়ে পুলিশের সতর্ক টহল দেখা যায়।

এ বিষয়ে তেজগাঁও শিল্পএলাকার এএসআই মোকসেদ আলী বলেন, “আমরা সতর্ক আছি যেন কোনো ধরনের নাশকতা না ঘটে। সামান্য অজুহাতে যাতে কেউ যেন কোন কারখানা বন্ধ করে দেশের অর্থনীতিকে ভয়াবহতার দিকে নিয়ে না যেতে পারে।” শিল্প এলাকায় প্রবেশের মুখেও পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

 মার্চ ১২, ২০১৩

শেয়ার করুন