১৩ নম্বরই তাঁর জন্য যেন পয়মন্ত

0
133
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: ১৩ সংখ্যাটি নাকি অপয়াবিশ্বের অনেক দেশেই অনেকের মধ্যে এ ধারণা প্রচলিতকিন্তু ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজি মুখার্জি তা মনে করেন নাবরং ১৩ নম্বরই তাঁর জন্য যেন পয়মন্তএ কারণে নয়াদিল্লির তালকাটোরা রোডের ১৩ নম্বর বাংলোতেই থাকতে চান তিনিআজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর নিজের জন্য বেশ ছোট বাংলো পেয়েছেন অভিজিত্তবে বাবার জন্য বরাদ্দ দীর্ঘদিনের সরকারি ওই বাংলোতেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন তিনিঅভিজিত্ মনে করেন, এই বাংলোটি তাঁর জন্য সৌভাগ্যের প্রতীক
তালকাটোরা রোডের ওই বাংলোয় দীর্ঘ ১৮ বছর কাটিয়েছেন প্রণব মুখার্জিপার্লামেন্টের একজন সদস্য হিসেবে তাঁকে এই বাংলো বরাদ্দ দেওয়া হয়এরপর সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) একজন জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তাঁকে আরও বড় বাংলো বরাদ্দ দেওয়া হয়কিন্তু প্রণব এই বাংলো ছেড়ে যাননিতাই এটি এই পরিবারের কাছে অনেকটা বাড়ির মতোঅভিজিত্ মনে করেন, এই বাড়ি তাঁর বাবার মতো তাঁর জন্যও সৌভাগ্য বয়ে নিয়ে আসবে
প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য হওয়া অভিজিতের জন্য লোকসভার হাউস কমিটি একটি বাংলো (টাইপ-৭) বরাদ্দ দিয়েছেতবে অভিজিত্ই প্রথম নন, যিনি তাঁর জন্য বরাদ্দ বাংলোর চেয়ে আরও বড় বাংলো পেতে পারেনএর আগেও নিরাপত্তা, বংশপরিচয়সহ বিভিন্ন দিক বিবেচনা করে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট হাউস কমিটি তাদের নিয়ম-কানুন থেকে সরে এসেছে বলে উদাহরণ রয়েছে
২০১২ সালের জুলাইয়ে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হয় প্রণব মুখার্জিরএর পর থেকে রাষ্ট্রপতির জন্য বরাদ্দ রাষ্ট্রপতি ভবনে তিনি বাস করছেন

 

১২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন