ব্যবসা ও অর্থনীতিডেস্ক: সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে আজ মঙ্গলবার ঢাকার শেয়ারবাজারের লেনদেন।
লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ডিএসই’র সাধারণ সূচক ২২.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছেন ৩৮২০ পয়েন্টে। এসময় ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে।
ডিএসইতে মঙ্গলবার লেনদেনের প্রথম ঘন্টায় মোট ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১১৩টির, বেড়েছে ১৬টির; অপরিবর্তিত আছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এসময় ডিএসইতে মোটা ১৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসইতে মঙ্গলবার প্রথম ঘন্টায় লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, গোল্ডেন হারভেস্ট অ্যাগরো কোম্পানি লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড এবং ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড।
১২ মার্চ/নিউজরুম