দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন মুশফিকুর

0
200
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক সুনামি ভাসিয়ে নিয়ে গিয়েছিল এই গল স্টেডিয়ামকেএই টেস্টে সেটি ভাসছে রানবন্যায়টেস্ট ক্রিকেটের জন্য মোটেই ভালো বিজ্ঞাপন নয়তবে বাংলাদেশের সেটি নিয়ে ভাবতে বয়েই গেছে!
প্রথম দিনটি বাদ দিলে বাংলাদেশ দলের জন্য এ এক স্বপ্নযাত্রানতুন নতুন রেকর্ড হচ্ছেএর কোনো কোনোটি আবার ভেঙেও যাচ্ছেমোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১৫৮ রানের রেকর্ড ভাঙতে লেগেছিল সোয়া আট বছরএখানে দুই ঘণ্টারও কম সময়ের মধ্যেই অতীত হয়ে গেল তাঁর ১৯০ রানের রেকর্ড
দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিটি করার বড় স্বপ্ন ছিলআগের দিনের ১৮৯ রানের সঙ্গে মাত্র ১ রান যোগ করেই আশরাফুলকে ফিরতে হলো স্বপ্নভঙ্গের বেদনা নিয়েবাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে ড্রাইভ করতে গিয়েছিলেনব্যাটের কানায় লেগে বল চলে গেল স্লিপে
ডাবল সেঞ্চুরি তার পরও হলোকরলেন মুশফিকুর রহিমওই ডাবল সেঞ্চুরির সঙ্গে নাসির হোসেনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা যোগ হয়ে বাংলাদেশ করল আসল রেকর্ডটাটেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ছয় শ রান৬৩৮ শুধু বাংলাদেশেরই নয়, এই গল মাঠেরও সর্বোচ্চ স্কোরসেই ২০০০ সালে পাকিস্তান ৬০০ করেছিলসেটিকে ছাড়িয়ে যাওয়া নিশ্চিত করে দিল, এই মাঠে ভবিষ্য টেস্ট ম্যাচগুলোয় বারবার উচ্চারিত হবে বাংলাদেশের নাম
সেটি তো আর আসল পাওয়া হতে পারে নাসেই পাওয়া হবে এই ম্যাচটা ড্র রাখতে পারলেএর আগে শ্রীলঙ্কায় খেলা আটটি টেস্ট ম্যাচেই শোচনীয় পরাজয়এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার সুবর্ণ সুযোগ
শ্রীলঙ্কায় সেই প্রথম টেস্টে আশরাফুলের অভিষেকে সেঞ্চুরির সৌজন্যে তিন শ পেরিয়েছিল বাংলাদেশওই একবারইপরের সাত টেস্টের ১৪ ইনিংসে দুই শ রানই হয়েছে মাত্র দুবারসেখানে এবার সফরের প্রথম টেস্ট ইনিংসেই স্কোরবোর্ডে জ্বলজ্বল করবে ৬৩৮ রানএটা আসলে কল্পনাকেও ছাড়িয়ে যাওয়ার মতোশ্রীলঙ্কা ৫৭০ রানে ডিক্লেয়ার করে দেওয়ার পর যেখানে ফলো অনের চোখরাঙানি, সেখানে উল্টো ৬৮ রানের লিড!
গত ডিসেম্বরেই ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম পাঁচ শ ছাড়ানো স্কোর করেছিল বাংলাদেশমাঝখানে একটি মাত্র টেস্টঅতীত হয়ে গেল সেই রেকর্ডদিন শেষে শ্রীলঙ্কা ঘাটতিটা মুছে দিয়ে ৪৮ রানের লিড নিয়ে নিয়েছেউইকেট মাত্র একটিসোহাগ গাজীর বলে মুশফিকুর ক্যাচটা না ফেললে অবশ্য ৪৯ রানে অপরাজিত থাকার বদলে ১৩ রানেই ফিরে যান কুমার সাঙ্গাকারা
মুশফিকুরকে দোষ দেওয়া যাচ্ছে নাপ্রথম ইনিংসে দেড় দিনের বেশি কিপিং করেছেনএরপর এই গরমে সাত ঘণ্টারও বেশি ব্যাটিংশরীরের নাম মহাশয় বললেও সব সময় তাতে সবকিছু সয় না
গলের চতুর্থ দিনের উইকেটেও কোনো জুজুর দেখা মিলল নাআজ শেষ দিনে আর কীই-বা হবে! টেস্ট কি তাহলে ড্র-ই হয়ে গেল? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়অতীত অভিজ্ঞতা থেকে মুশফিকুর তাই খুব সাবধানী, ‘শেষ দিনের খেলা এখনো বাকিঅনেক কিছুই হতে পারেতবে আশা করি, ড্র করতে পারব
বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার উদ্যাপনটাও সেই ড্র না হওয়া পর্যন্ত তুলে রাখছেন মুশফিকউদ্যাপনের অনেক উপলক্ষই অবশ্য এরই মধ্যে পেয়ে গেছে বাংলাদেশটেস্টে সর্বোচ্চ ইনিংসের কথা তো বলাই হলোসেই অভিষেক টেস্টে ১৫৩.৩ ওভার স্থায়ী হয়েছিল বাংলাদেশের ইনিংসএত দিন পর্যন্ত এটিই হয়েছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘতম ইনিংসসেই রেকর্ডও ভেঙে গেল এখানে
ব্যক্তিগত অর্জনেও ভাস্বর এই টেস্টএই প্রথম এক ইনিংসে তিনটি সেঞ্চুরিইতিহাস গড়েছেন মুশফিকুরডাবল সেঞ্চুরির স্বপ্নপূরণ না হলেও মোহাম্মদ আশরাফুলের পুনর্জন্ম দেখেছে এই টেস্টনাসির হোসেনের সেঞ্চুরির আনন্দটা বোধ হয় মুশফিকুরের ডাবল সেঞ্চুরির আনন্দের চেয়ে কম নয়আগের দুই টেস্টে যে নব্বইয়ের ঘরে আউট হয়েছিলেনতামিম সেটি মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘দেখ্, ওই দুইটা সেঞ্চুরি মিস না করলে তোর টানা তিন টেস্টে তিন সেঞ্চুরি হয়ে যেতনাসিরের মধ্যে সবকিছু সহজভাবে নেওয়ার একটা ব্যাপার আছেকী হয়নি, তা নিয়ে আফসোস করাটা তাঁর ধাতে নেইযা হয়েছে, তাতেই তিনি খুশি
সবার খুশিই পরিপূর্ণতা পাবে আজ শেষটা ভালো হলে
চতুর্থ দিন শেষে
শ্রীলঙ্কা: ৫৭০/৪ ডি. ও ১১৬/১
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩৮

 

(১২ মার্চ): নিউজরুম

 

শেয়ার করুন