ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষককে নাস্তিক ঘোষণা

0
154
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্যমো. আখতারুজ্জামানকে নাস্তিক ঘোষণা করে তাঁর ফাঁসির দাবি জানানোর ঘটনায়নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও পেশাজীবীসমন্বয় পরিষদএকই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলকশাস্তির দাবিও জানানো হয়েছেগতকাল সোমবার পৃথক বিবৃতিতে এই দাবি জানায়সংগঠন দুটি
গত রোববার প্রেসক্লাবের সামনে এক সমাবেশে আখতারুজ্জামানকেনাস্তিক ঘোষণা করে ফাঁসির দাবি জানানো হয়এদিকে বিভিন্ন জায়গা থেকেআখতারুজ্জামানকে হত্যার হুমকি দেওয়ায় গতকাল শাহবাগ থানায় একটি সাধারণডায়েরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমিতির বিবৃতিতে সংবাদে প্রকাশিত মন্তব্যকে অসত্য ও বিকৃত বলে দাবি করেআখতারুজ্জামানকে ফতোয়া দিয়ে নাস্তিক বানানোর প্রচেষ্টাকে গণতন্ত্র ওমুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ওপর একটি আঘাত বলে আখ্যায়িত করা হয়

 

১২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন