ওবামার ভাইয়ের এই হার!

0
182
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: তাঁর সভাই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিআর তিনি কিনা কেনিয়ার একটি কাউন্টির নির্বাচনে গভর্নর পদে শোচনীয় পরাজয় বরণ করেছেনতিনি জনগণের মন জয় করতে একেবারেই ব্যর্থএই জায়গায় অন্যজনের সাফল্য আকাশছোঁয়া
কেনিয়ায় গভর্নর নির্বাচনে হেরে যাওয়া এই ব্যক্তিটি হলেন মালিক ওবামাতাঁর ভাই হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্চ অনুষ্ঠিত ওই নির্বাচনে মালিক ওবামা (৫৪) পেয়েছেন মাত্র দুই হাজার ৭৯২ ভোটকেনিয়ার পশ্চিমাঞ্চলীয় সিয়ায়া কাউন্টির ওই লড়াইয়ে বিজয়ী গভর্নর পেয়েছেন এক লাখ ৪০ হাজার ভোটকাউন্টির রিটার্নিং কর্মকর্তা বেনসন মুঘাতসিয়া বলেন, মালেক ওবামা জিতবেন কী, কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি তিনিঅথচ তিনি তাঁর পূর্বপুরুষদের নির্বাচনী এলাকা থেকেই প্রার্থী হয়েছিলেন
মালিক ওবামা নিজেকে অর্থনীতিবিদ ও অর্থনীতি বিশ্লেষক হিসেবে পরিচয় দেননির্বাচনী প্রচারণা চলাকালে তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হলে এলাকাবাসীর ব্যাপক উন্নয়ন করবেনহোয়াইট হাউসের সঙ্গে এই এলাকার সরাসরি যোগাযোগ ঘটিয়ে দেবেনএমন সুযোগ হাতে থাকতে, কেন স্থানীয় লোকজন অন্ধকারে পড়ে থাকবে?’
তখন মালিকের সমর্থকেরা মুহুর্মুহু স্লোগান দিতেন, ‘ওবামা এখানে আছেন, ওবামা রয়েছেন সেখানে
কিন্তু শেষ পর্যন্ত ভোটারের মন জয় করতে ব্যর্থ হন মালিকতাই এমন পরাজয় মানতে হলো তাঁকেতিনি এখন গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলছেন
এদিকে বারাক ওবামা সম্ভাব্য কূটনৈতিক মাথাব্যথায় ভুগছেনতিনি ভাবছেন, কীভাবে কেনিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট উহুরুর সঙ্গে সম্পর্ক রক্ষা করবেনকারণ, উহুরুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছেকেনিয়ায় ২০০৭ সালে নির্বাচনের পর ছড়িয়ে পড়া দাঙ্গায় তাঁর উসকানি ছিল বলে অভিযোগ রয়েছেএএফপি

 

১২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন