কুশনের ব্যবহার

0
206
Print Friendly, PDF & Email

১২ মার্চ, ২০১৩,
ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে কুশন বেশ জনপ্রিয়কুশন আরামের উপকরণ হিসেবেও চমকারকিছুদিন আগেও শুধু সোফা বা ঘর সাজানোর জন্য ব্যবহার করা হতো কুশনএখন বেডরুম, ড্রয়িংরুম, লিভিংরুম এমনকি ছোট বারান্দা সাজাতেও ব্যবহার করা হচ্ছে কুশন
বিভিন্ন ধরনের কুশনের মধ্যে গোলাকার, চারকোনা, ত্রিকোণ, তারকা ও হূদয়াকৃতির কুশন প্রচলিত ছিলবর্তমানে টুইটি পাখি, মাছ, কুকুরএককথায় প্রাণী আকৃতির কুশনও ব্যবহার করা হচ্ছে সমানতালেআর কুশনকভারে রয়েছে ব্লক প্রিন্ট, বাটিক, স্ক্রিন প্রিন্ট টাইডাই, হ্যান্ডপেইন্ট ও অ্যাপলিকের নানা নকশা
ঘর সাজাতে কোথায় কেমন কুশন ব্যবহার করা যেতে পারে, এ বিষয়ে এথনিকার পরিচালক নাসিরা মানসুরের পরামর্শ হলো, মৌসুমি রংগুলো প্রাধান্য দেওয়া যেতে পারেযেমন এই বসন্তে ফুলের ছাপার কুশন বেশি চলছেতবে সাজানোর ক্ষেত্র, যেমন সোফার কভার ছাপার হলে একরঙা কুশন ভালো লাগবে
আবার সোফা এক রঙের হলে ছাপার কুশনে সাজাতে হবেসে ক্ষেত্রে পাশেই যদি খাবার টেবিল থাকে, তাহলে টেবিল ক্লথের সঙ্গেই মিলিয়ে নিন কুশনের রং
অনেক কুশন একসঙ্গে রাখলে হালকা ছাপার কুশন দিয়ে মাঝে মাঝে রাখুন ভারী ছাপার কুশনভিন্নতা রাখুন আকৃতিতেওখাট বা মেঝের গদিতে কুশন সাজাতে জানালার পর্দার রঙের সঙ্গে আনতে পারেন সামঞ্জস্যবাসায় কোনো অনুষ্ঠান বা পার্টি থাকলে তার ধরন অনুযায়ী কুশনের রং বা থিম বদলে নিতে পারেনঘরের অন্দরসাজ চাকচিক্যময় করতে চাইলে কুশনের কাপড়টি কাতান কিংবা সিল্কের মধ্যে থেকে বেছে নিতে পারেন
আপনি হয়তো খুব ভালো ডিজাইন করতে পারেন অথবা ঘরসজ্জায় স্বতন্ত্র থাকতে চানতাহলে কুশন তৈরির উপকরণ কোথায় কেমন জেনে নিন
চলে আসতে পারেন ঢাকার নিউমার্কেটেকিনে নিতে পারেন থান কাপড়নিউ সুপার মার্কেটে (দক্ষিণ) নিচতলা থেকে কিনতে পারবেন ফোম এবং ফাইবারএকই মার্কেটের তৃতীয় তলার কয়েকটি দোকানে কুশনকাভারে ব্লক প্রিন্ট বা এমব্রয়ডারি করাতে পারবেনকরাতে পারবেন কুশন সেলাই
আকার ও নকশা কেমন হবে, তা প্রথমে ঠিক করে নিনসে অনুযায়ী কিনে নিন থান কাপড়প্রতি গজ কাতান কাপড়ের মূল্য ৩৫০ থেকে ৬০০ টাকাস্ক্রিন প্রিন্ট ৮০ থেকে ১২০ টাকাসুতি ৬০ থেকে ৩৫০ টাকা
ফোম ও ফাইবারের দাম পড়বে ২০০ থেকে ৮০০ টাকাব্লক প্রিন্ট বা এমব্রয়ডারির খরচ পড়বে ৬০ থেকে ২০০ টাকাকুশন সেলাই খরচ পড়বে ৫০ টাকা

কোথায় কেমন কুশন
ঢাকার গুলশানে এথনিকায় পাবেন সুতি ও খাদি কাপড়ের কুশনকভারফরমাশ দিয়েও করিয়ে নিতে পারেনদাম পড়বে ৩০০ টাকা
হাতিরপুলের আইস কুলে পাওয়া যাবে চীন এবং থাইল্যান্ডে তৈরি বৈচিত্র্যময় কুশনকভারদাম পড়বে ২২৫ থেকে চার হাজার টাকাআড়ংয়ে বিভিন্ন ধরনের কুশনকভার মিলবে ৩০০ থেকে ৯০০ টাকার মধ্যেঅঞ্জনস ফ্যাশন হাউসে পাওয়া যাবে জামদানি মোটিফের কুশনকভারদাম ১৫০ থেকে ৮৫০ টাকাএ ছাড়া বসুন্ধরা সিটি, অরচার্ড পয়েন্ট ও বেইলি রোডের দোকানগুলোতে মিলবে বর্ণিল সব কুশনের সমাহারপছন্দমতো বেছে নিন

 

শেয়ার করুন