ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ শতাধিক নেতাকর্মী আটক হওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদি হাসান বলেন, “বিএনপির অরাজকতার জন্যই আমরা তাদের আটক করছি।”
সোমবার বিকেলে বিএনপি-জামায়াতের নাশকতার কারণে অফিসে তল্লাশি চালিয়ে বিএনপির মাহসচিব ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।
ডিবি পুলিশ ও ঢাকা মহানগরীর বিভিন্ন থানার পুলিশ সদস্যরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন তলায় তল্লাশি চালাচ্ছেন।
এডিসি মেহেদি হাসান সাংবাদিকদে বলেন, “বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল ছুড়তে থাকে।”
“আমরা ৩০ মিনিট ধৈর্য ধরেছিলাম। এক সময় খবর পাই আশাপাশের বিল্ডিংয়ের ছাদের ওপরে যে সব পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন তাদের ওপর হামলা হতে পারে, তখনই সহকর্মীদের নিরাপত্তায় আমরা অ্যাকশনে যাই। যেসব বিল্ডিংয়ের ছাদে পুলিশ ছিল এসব বিল্ডিংয়ের গেটে বিএনপি নেতাকর্মীরা আঘাত করে।”
তিনি আরো বলেন, “বিএনপি অফিসের সামনে তারা নিজেরাই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। মঙ্গলবার হরতাল ঘোষণা করতেই এ বিস্ফোরণ ঘটিয়েছে তারা।”
বিক্ষোভ কর্মসূচির চারপাশে পুলিশের পাহারা না থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের বলেন, “নাশকতামূলক কিছু ঘটলে যেন বিএনপি পুলিশকে দোষারোপ করতে না পারে সেজন্য আমরা সেখানে অবস্থান নেইনি। আমরা চাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলুক।”
মার্চ ১১,২০১৩