রাষ্ট্রপতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

0
110
Print Friendly, PDF & Email

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর দোয়া প্রার্থণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফুসফুসে জটিল সংক্রমন নিয়ে সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাষ্ট্রপতি। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে রাষ্ট্রপতিকে আইসিইউতে নেওয়া হয়।

তার দ্রুত আরোগ্য লাভ ও দেশে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে দোয়া কর‍ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এ কথা জানান।

রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপন, এমপি সোমবার বিকেলে জানান, হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শ্বাসকষ্ট হওয়ায় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তবে তিনি স্বাভাবিকভাবেই কথা বলছেন এবং সম্পূর্ণ সচেতন রয়েছেন।

তিনি বাংলানিউজকে বলেন, ঢাকায় সিএমএইচ-এ রাষ্ট্রপতির শারীরিক অবস্থা যেমন ছিলো এখনো ঠিক তেমনটাই রয়েছে। কোনো উন্নতি বা অবনতি হয়নি।

তিনি জানান, চিকিৎসকরা তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছেন। সেগুলোর ফলাফল হাতে এলে তার সমন্বিত চিকিৎসা শুরু করবেন।

ফুসফুসে মারাত্মক জীবাণু সংক্রমণ ধরা পড়ায় রাষ্ট্রপতিকে সিঙ্গাপুরে পাঠানো হয়্। রাষ্ট্রপতিপুত্র নাজমুল আহসান জানান, সংক্রমণটির (ইনফেকশন) ধরন বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

রাষ্ট্রপতির চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে আরও ৫ ঘণ্টা সময় নিয়েছেন চিকিৎসকরা।  

এর আগে রোববার রাত ১১টা ১০ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় রাষ্ট্রপতিকে।

মার্চ ১১, ২০১৩

শেয়ার করুন