স্পোর্টস ডেস্ক: পেলে আর ম্যারাডোনাকে যোগ করলে কী হয়? শচীন টেন্ডুলকার! সদ্য প্রকাশিত একটিবইয়ে এমন কথাই বলেছেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এইফাস্ট বোলারের মন্তব্য, ক্রিকেটের জন্য টেন্ডুলকার যেন ম্যারাডোনা আর পেলেরযোগফল! এতটাই বড় মাপের ব্যক্তিত্ব তিনি। খেলাটার প্রতি এতটাই তাঁর অবদান, আত্মনিবেদন। বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলের বোলিং কোচ হিসেবে দায়িত্বরতডোনাল্ড বলেছেন, ‘টেন্ডুলকারের আবেদন ক্রিকেট মাঠকেও ছাড়িয়ে যায়। ক্রিকেটেরজন্য ও যেন ম্যারাডোনা আর পেলেকে একসঙ্গে করলে যা হয়, সেটাই। ও খেলা ছাড়লেক্রিকেট বিবর্ণ হয়ে যাবে। ও অবিশ্বাস্যভাবে বিশেষ একজন হয়ে রয়ে গেছে।’
সর্বকালেরসেরা কে—এই প্রশ্নটা করা হলে ডোনাল্ডের ভাবনায় একজনের কথাই আসে, ‘কে সেরাপ্রশ্নটা করলে আমার মাথায় টেন্ডুলকারের নামই আসে। সেই ১৯৮৫ সালে আমার দাদাউইজডেন ক্রিকেটার সাময়িকীর মাধ্যমে আমাকে টেন্ডুলকারকে চিনিয়েছিলেন।কাউন্টিতে ইয়র্কশায়ারের হয়ে একসঙ্গে খেলার সময় প্রথম ওকে দেখি। ওই এক নম্বরখেলোয়াড়। আগে থেকেই বলে এসেছি। ভবিষ্যতে আমার ভাবনা পাল্টাবে বলে মনে হয়না।’ ওয়েবসাইট।
১১ মার্চ/নিউজরুম