প্রথম ইনিংসে লিড

0
132
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে অনেক কিছুই উপহার দিল শ্রীলঙ্কার সমুদ্র ও দুর্গশহর গলবাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি, মোহাম্মদ আশরাফুলের অন্যরূপে ফেরা, মমিনুল-নাসিরের দুর্দান্ত ব্যাটিং, টেস্টে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরসবকিছু ছাপিয়ে প্রথম ইনিংসে লিডআর কী চাই! এর পর বাকি থাকে ড্র অথবা জয়সবশেষ দুটো এখনো দূরের ব্যাপার হলেও গল টেস্টে তৃপ্তির হাসি বাংলাদেশ হাসতেই পারে
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৬২৯শ্রীলঙ্কার সংগ্রহ থেকে টাইগাররা এখন পর্যন্ত এগিয়ে ৫৯ রানে
ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়ে সকালে মাঠে নেমেছিলেন আশরাফুল-মুশফিক, দুজনেইআশরাফুল ছিলেন ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরেকিন্তু দিনের শুরুতেই আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র এক রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরে যানঅ্যাশপ্রথম বাংলাদেশি হিসেবে দ্বি-শতকের দ্বারপ্রান্তে থেকেও ইতিহাসের বরপুত্র হতে পারলেন না আশরাফুল
আশরাফুল না পারলেও মুশফিকুর পেরেছেনইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন তিনি অনন্য এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েকালকের ১৫২ রানের সঙ্গে বাকি ৪৮ রান যোগ করতে একেবারেই বেগ পেতে হয়নি বাংলাদেশ অধিনায়কেরমুশফিকুর-আশরাফুলের পর আলো ছড়ান নাসির হোসেনওবাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন তিনিতবে ১০০ রান করেই আউট হন নাসিরসোহাগ গাজী করেন ২১ রান
শ্রীলঙ্কার পক্ষে এই টেস্টে দুটি করে উইকেট তুলে নিয়েছেন নুয়ান কুলাসেকেরা, অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথআজ আশরাফুলের উইকেট নিজের করেছেন হেরাথমুশফিকুর আউট হয়েছেন কুলাসেকেরার বলেসোহাগ গাজী শিকার হয়েছেন অজন্তা মেন্ডিসের ঘূর্ণির

 

১১ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন