ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম

0
157
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়লেন মুশফিকুর রহিমপ্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টেডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ডটি নিজের করে নিলেন তিনিটেস্ট ক্রিকেটেবাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও এখন তাঁর দখলে
কালদিনের খেলা শেষে ১৫২ রানে অপরাজিত ছিলেন তিনিআজ সকালে খুব দ্রুতআশরাফুলের বিদায়ও তাঁকে বিচলিত করতে পারেনিনাসির হোসেনের দুর্দান্তসঙ্গকে শক্তিতে পরিণত করে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যান মুশফিকুরআরতাতেই পেয়ে গেলেন পুরস্কারটি২০০ পূরণ করেই কুলাসেকেরার বলে এলবিডব্লিউরফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক
গল টেস্টের তৃতীয় দিনেই শতক পূর্ণকরেছিলেন মুশফিকুর রহিমকিন্তু গতকাল সবার নজর ছিল মোহাম্মদ আশরাফুলেরদিকে১৮৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা আশরাফুলই বাংলাদেশের পক্ষে প্রথমদ্বিশতকের ইনিংসটি খেলবেন বলে আশা করেছিলেন অনেকেইকিন্তু আজ আশরাফুলসাজঘরে ফেরেন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ১ রান যোগ করার পরইতবে বাংলাদেশেরইতিহাস গড়ার স্বপ্নটা বৃথা যেতে দেননি মুশফিকুর রহিমদৃঢ়তাপূর্ণ ব্যাটিংকরে পূর্ণ করেছেন বাংলাদেশের পক্ষে প্রথম দ্বিশতক
২০০ রানের ইতিহাসগড়া ইনিংস খেলার পথে ৩২১টি বল মোকাবিলা করেছেন মুশফিকএতে ছিল ২২ চার ও১টি ছয়ের মারদুর্দান্ত এই ইনিংসটি খেলে নিজের ব্যাটিং প্রতিভার প্রমাণওবেশ ভালোমতোই দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যানশ্রীলঙ্কান বোলারদেরনাজেহাল করে দিয়ে মাঠের চারদিকেই শট খেলেছেন মুশফিকতাঁর ২০০ রানের মধ্যে১০৩ রান এসেছে অফসাইড থেকেবাকি ৯৭ রান লেগ সাইড থেকেএই পরিসংখ্যানথেকেই বোঝা যায়, সবদিকেই শট খেলতে সমানভাবে পারদর্শী বাংলাদেশের এই তরুণঅধিনায়ক
আজ মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের হাত ধরে বাংলাদেশেরটেস্ট ক্রিকেট এক নতুন উচ্চতায় পৌঁছেছেদেশের উঠতি ক্রিকেটাররাও যে এইপারফরম্যান্স দ্বারা অনুপ্রাণিত হবেন, নিজেদের সক্ষমতা সম্পর্কেআত্মবিশ্বাসী হয়ে উঠবেনএ কথা নিঃসন্দেহেই বলা যায়

 

১১ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন