ঢাকা: চার সপ্তাহের জামিন পেলেন বিএনপির আট শীর্ষ নেতা। এদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার তাদের জামিন দেন।
দুপুর ২টার পরে জামিন শুনানি শুরু হয়।
আসামি পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও অ্যডাভোকেট জয়নুল আবেদিন।
এর আগে বেলা সাড়ে ১২টার পর বিএনপি নেতারা হাইকোর্টে এসে পৌঁছান। বেলা পৌনে ১টার দিকে তারা অবস্থান নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কক্ষে।
উল্লেখ্য, মালিবাগ, মৌচাক ও সিদ্ধেশ্বরীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৩৮ জন কেন্দ্রীয় নেতাসহ সহস্রাধিক নেতাকর্মীর নামে রাজধানীর রমনা, পল্টন ও শাহজাহানপুর থানায় গত রোববার পাঁচটি মামলা দায়ের করা হয়।
মার্চ ১০, ২০১৩