চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি

0
137
Print Friendly, PDF & Email

ঢাকা: রাষ্ট্রপতি জিল্লুর রহমান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। রোববার রাত ১০টায়  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

রাষ্ট্রপতিকে নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে।

রাষ্ট্রপতির সামরিক সচিব এহতেসাম উল হক সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রাষ্ট্রপতির শ্বাসকষ্ট শুরু হয়। রোববার সকাল সাড়ে ১১টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপতির প্রেসসচিব একেএম নেছার উদ্দিন ভূঞা জানান, মেডিকেল চেকআপের জন্য রাষ্ট্রপতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রপতির ছেলে নাজমুল আহসান বলেন, “সকালে অসুস্থ অনুভব করায় বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন সুস্থ আছেন।”

এদিকে বেলা দু’টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে হাসপাতালে যান। অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলেও জানায় বঙ্গভবন সূত্র।

 মার্চ ১০,২০১৩

শেয়ার করুন