ইব্রাহিম হত্যার সমুচিত জবাব দেওয়া হবে: ফখরুল

0
148
Print Friendly, PDF & Email

ঢাকা: পাবনা জেলা বিএনপি সদস্য ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম আলী মৃধাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে ফখরুল বলেন, এর আগে ইব্রাহিম মৃধাকে হত্যার জন্য পাবনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার র‌্যাবকে চাপ দেওয়া হয়। র‌্যাব কয়েকবারই ইব্রাহিম মৃধার গ্রামের বাড়িতে হানা দিয়েও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে ফিরে আসে।

বেশ কয়েক মাস ধরেই ইব্রাহিম মৃধাকে হত্যার জন্য নানাবিধ অপচেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন ফখরুল।

তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সরকারের মদদেই ইব্রাহিম মৃধাকে হত্যা করা হয়েছে। রোববার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাইশচর এলাকায় তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।”

সারাদেশে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সশস্ত্র ক্যাডারদের নারকীয় তাণ্ডবে যে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, টেন্ডার সন্ত্রাস, ইজারা সন্ত্রাস ও দখল সন্ত্রাস চলছে, ইব্রাহিম মৃধা হত্যাকাণ্ড ক্ষমতাসীনদের সেই অপকর্মেরই অংশ বলেও মন্তব্য করেন মির্জা আলমগীর।

তিনি  অবিলম্বে হত্যা, হানাহানি বন্ধ না করলে প্রতিটি আঘাতের সমুচিত জবাব দেওয়ার হুমকি দেন।

মির্জা আলমগীর অবিলম্বে ইব্রাহিম আলী মৃধার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

অপর এক বিবৃতিতে নেত্রকোনা জেলার কলমাকান্দাতে বিএনপি’র সমাবেশে পুলিশ অন্যায় ও অগণতান্ত্রিকভাব বাধা দিয়ে ১৪৪ ধারা জারি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।
 

মার্চ ১০, ২০১৩

শেয়ার করুন