বিনোদন ডেস্ক: গানের রেকর্ডিং নয়, কনসার্ট নয়, এমনকি অভিনয়ও নয়। জেনিফার লোপেজ তাহলে কী নিয়ে ব্যস্ত আজকাল? লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাটে চক্কর দিচ্ছেন তিনি; দুই সন্তান এম আর ম্যাক্সের জন্য ভালো একটি স্কুলের সন্ধানে।
এ বছর থেকেই স্কুলে যাওয়া শুরু করবে পাঁচ বছর বয়সী দুই যমজ এম আর ম্যাক্স। অনেকগুলো স্কুল দেখে একটি বাছাই করেছেন তিনি—স্যান ফার্নান্দোর বাকলি স্কুল। এই অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল স্কুলগুলোর একটি হিসেবে পরিচিত এটি। বছরে একজনের জন্য ৩৩ হাজার ডলার খরচ হয় এই স্কুলে।
এই স্কুলে পড়েছেন প্যারিস হিলটন, কিম কারদাশিয়ান, নিকোল রিচি প্রমুখ তারকা। আইএএনএস।
১০ মার্চ/নিউজরুম