বিজ্ঞান ও প্রযুক্তি: স্মার্টফোনে ভাইরাসের আক্রমণ বাড়ছে। ফিনল্যান্ডভিত্তিক কম্পিউটার ও মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউরের গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ৭৯ শতাংশ স্মার্টফোনের ম্যালওয়্যার লেখা হচ্ছে। খবর এনডিটিভির।
এফ-সিকিউরের গবেষকেরা জানিয়েছেন, গুগলের মুক্ত অপারেটিং সিস্টেমের ব্যবহার বাড়ছে। সারা বিশ্বে স্মার্টফোনের বাজারে একচেটিয়া দখল নিচ্ছে অ্যান্ড্রয়েড আর একই সঙ্গে বাড়ছে ম্যালওয়্যারের আক্রমণ। প্রতি প্রান্তিক অর্থাত্ তিন মাস সময়ের মধ্যেই ম্যালওয়্যার লেখকেরা নতুন নতুন গোত্রের স্মার্টফোন ম্যালওয়্যার লিখছেন। বর্তমান ম্যালওয়্যারগুলোর জটিলতর রূপ তৈরি করে স্মার্টফোনের জন্য ঝুঁকি বাড়াচ্ছেন।২০১২ সালের শেষ প্রান্তিকেই ৯৬টি নতুন গোত্রের অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারের খোঁজ পাওয়া গেছে বলেই জানিয়েছেন গবেষকেরা।
এফ-সিকিউরের গবেষকেরা আরও জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ছাড়াও ভাইরাস-ঝুঁকিতে রয়েছে নকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেম। অবশ্য এই অপারেটিং সিস্টেমটি বাদ দিয়েছে নকিয়া। আইওএস, ব্ল্যাকবেরি ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যারের সংখ্যা এক শতাংশেরও কম।
গবেষকেরা জানিয়েছেন, কম্পিউটার ভাইরাসের মতো জটিল করেই অ্যান্ড্রয়েড ভাইরাস তৈরি হচ্ছে, যা স্মার্টফোন থেকে তথ্য চুরি করে নিতে পারে।
অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড না করা, বাজে লিংকে না ঢোকা এবং সচেতনতা স্মার্টফোনের ভাইরাস আগ্রাসন থেকে মুক্তি দিতে পারে।
১০ মার্চ/নিউজরুম