স্পোর্টস ডেস্ক: গল টেস্টে জ্বলে উঠেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মোহাম্মদ আশরাফুলের পরসেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এটি বাংলাদেশ দলপতির দ্বিতীয়টেস্ট সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশেরসংগ্রহ ৪ উইকেটে ৪৩৮ রান। আশরাফুল ১৮৯ ও মুশফিকুর ১৫২ রান নিয়ে অপরাজিতআছেন। লঙ্কানদের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ১৩২ রানে পিছিয়েবাংলাদেশ। তবে মুশফিকুরদের হাতে রয়েছে আরও ছয়টি উইকেট।
মুশফিকুরেরশতরানের ইনিংসটি এসেছে ১৬২ বলে। সেঞ্চুরির পথে ১২টি চার হাঁকান তিনি। আরআশরাফুল শতরানে পৌঁছান ১৮১ বল খেলে। তিনি হাঁকেন ১০টি চার ও একটি ছয়েরমার।
এর আগে ৪ উইকেটে ৫৭০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেস্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। দলীয়সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন লাহিরু থিরিমান্নে। দীনেশ চান্দিমালঅপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৬ রানে। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ১৪২ রান করেন।
১০ মার্চ/নিউজরুম