সোমবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

0
132
Print Friendly, PDF & Email

পাবনা: সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিমকে (৪২) হত্যার প্রতিবাদে সোমবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

রোববার বেলা ১২টায় পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোঁতা হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এর আগে রোববার সকাল ৮টার দিকে ঈশরদী-কুষ্টিয়া মহাসড়কের পাশ থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়।

কুষ্টিয়ার সিনিয়র এএসপি (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম জানান, রোববার সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৬৮পাড়া এলাকায় স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের গলায় আঘাতের চিহূ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এএসপি জানান, গত তিনদিন আগে তিনি নিখোঁজ হয়েছেন।

 মার্চ ১০, ২০১৩

শেয়ার করুন