শুরুতেই ধাক্কা

0
149
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৫৭০ রানের বিশাল সংগ্রহের জবাবেব্যাট করতে নেমে ভালোই লড়ছিলেন মোহাম্মদ আশরাফুল ও মমিনুল হকগতকাল ৭০রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশ শিবিরে আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন এইদুই ব্যাটসম্যানতবে আজ তৃতীয় দিনের শুরুতেই সাজঘরমুখী হয়েছেন মমিনুলবিদায়ের আগে অবশ্য অভিষেকে নিজের অর্ধশতকটি পূর্ণ করেছেন৫৫ রানেকুলাসেকেরার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে আশরাফুলের সঙ্গে তাঁর জুটিস্কোরবোর্ডে তুলেছিল ১০৫ রান

আশার প্রতীক হয়ে মোহাম্মদ আশরাফুলঅপরাজিত আছেন ৯২ রানেবাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৪মমিনুলের পর অল্পসময়ের ব্যবধানে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ

 

১০ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন