বিজিএমইএ-র ভোট গ্রহন চলছে

0
184
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক: পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০১৩-১৪ সময়কালের দ্বিবার্ষিক নির্বাচন আজ রোববার সকাল আটটায় শুরু হয়েছেঢাকা ও চট্টগ্রামে এক যোগে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্তসকাল ১০টা পর্যন্ত ঢাকায় মোট ২৪২টি ভোট গ্রহণ হয়েছে বলে জানা গেছে
নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ প্রার্থীমোট ভোটারসংখ্যা তিন হাজার ১৯৬ জনএর মধ্যে ঢাকায় ভোটার দুই হাজার ৫৯২ জন ও চট্টগ্রামে ৬০৪ জননির্বাচনে বরাবরের মতো এবারও দুই প্যানেলফোরাম ও সম্মিলিত পরিষদের প্রার্থীরা লড়ছেনফোরামের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ হাসান খানসম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন দলনেতা আতিকুল ইসলাম
প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছেভোটারদের উপস্থিতি ভালোবিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেইভোট গ্রহণ শেষে ফলাফল পেতে চার ঘণ্টার মতো সময় লাগবে
উল্লেখ্য, তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগত অর্থবছরে তৈরি পোশাক (ওভেন) রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ৯০৮ কোটি নয় লাখ ডলারআর চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম সাত মাসে এ খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে এক হাজার ২০৩ কোটি আট লাখ ডলার

 

১০ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন