ডেস্ক রিপোর্ট: তিন দিনের মধ্যে সারা দেশে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠনের ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এছাড়া ‘গণহত্যা, হামলা, মামলা, নির্যাতনের প্রতিবাদে’ আগামী সোমবার ঢাকাসহ সারা দেশের উপজেলা, জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে জোটটি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী জানান, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা, জেলা, মহানগর সব পর্যায়ে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করা হবে। এসব কমিটিতে ১৮ দল ছাড়াও বিভিন্ন সামাজিক শক্তি এবং গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর প্রতিনিধি থাকবে।
৯ মার্চ/নিউজরুম