পুলিশ জেনে-বুঝেই আক্রমণ করেছে-নজরুল ইসলাম

0
175
Print Friendly, PDF & Email

ঢাকা:  পুলিশ জেনে-বুঝেই তার ওপর আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, ‘‘ওরা যে আমাকে চেনে না তাতো নয়। ইচ্ছে করে, জেনে-বুঝেই আক্রমণ করেছে। ওদের কোনো ভয়ংকর উদ্দেশ্য ছিলো বলেই মনে হচ্ছে।”

শনিবার চিকিৎসারত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের বিছানায় শুয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের ছররা গুলিতে আহত হন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, (বিএনপি কার্যালয়) ঢোকার সময় গেটে একদম কাছ থেকে গুলি করে মাথায় ও পিঠে। মাথায় মোট ১০টি ও পিঠে ৩৫টি গুলি কাছ থেকে করেছে। মাথা থেকে পরশু ৫টি গুলি বের করতে পেরেছে ডাক্তাররা। কিন্তু বাকিগুলো বেশি গভীরে বলে বের করতে পারেনি। সেগুলো রোববার লোকাল এনেসথেশিয়া দিয়ে বের করার চেষ্টা করবে।’’

নজরুল বলেন, ‘‘রাজনীতিতে যে কোনো দলকে কিছু বেসিক জিনিস মেনে চলতে হয়- নারী, শিশু ও বয়স্কদের ন্যূনতম সম্মান দিতে হয়। কিন্তু এই সরকার কিছুই মানছে না।’’

‘‘আমি ও সালাম(আবদুস সালাম, মহানগর সদস্য সচিব) মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের আক্রমণ করে তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চায়- এটাও বিশ্বাস করতে হবে?’’- প্রশ্ন রাখেন নজরুল।

তিনি আরো যোগ করেন, ‘‘মুক্তিযোদ্ধারাও তাদের হাতে নিরাপদ নয়।’’
নজরুল বলেন, ‘‘সেদিন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কোনো রকম উস্কানি ছাড়াই তারা আমাদের ওপর যেভাবে গুলি ছুঁড়লো, টিয়ার গ্যাস ছাড়লো, তাতে মনে হচ্ছিল অন্য দেশের কেউ আক্রমণ করছে।’’

পুলিশকে ‘ফ্রাঙ্কেনস্টাইন দানব’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি প্রশ্ন ছোড়েন, ‘‘এই দানব তারা পরে সামলাবে কী করে?’’

হাসপাতালে তাদের দেখতে খালেদা জিয়ার আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ম্যাডাম বিস্মিত। তিনি বারবার বিস্ময় প্রকাশ করেন। অথচ এটাই অবিশ্বাস্য বাস্তবতা।’’

নজরুল বলেন, ‘‘পত্রিকা মারফত জেনেছি- হানিফ নাকি দুঃখপ্রকাশ করেছেন। আশা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখপ্রকাশ করবেন। তিনি তা করেন নি। এতে মনে হয়, তার নির্দেশেই এটি হয়েছে।’’

বিএনপির এই নেতা বলেন, ‘‘আশা করবো এ ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। সরকার এ ব্যাপারে দায়িত্বশীল হবে।’’

নজরুল বলেন, ‘‘এই সরকার কোনো কারণ দেখে কারো ওপর আঘাত করে না। নির্দেশ দিয়ে আঘাত করে পরে মনগড়া একটি কারণ দাঁড় করায়।’’

এ সময় নজরুলের স্ত্রী কান্তা ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে তিনি বলেন, ‘‘এভাবে একজন বয়স্ক নেতাকে কেউ আঘাত করতে পারে! নতুন প্রজন্মের জন্য কেমন উদাহরণ রাখছে এই সরকার?’’

 মার্চ ০৯, ২০১৩

শেয়ার করুন