ইসলামের শত্রুদের মৃত্যুদণ্ডের বিধান করতে হবে

0
182
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:বর্তমানসরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে এবং তাদের বাড়িঘর, মন্দির ওব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে সাবেকরাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদবলেছেন, যেসব মুসলমান নামধারী দুর্বৃত্ত সংখ্যালঘুদের ওপর হামলা করছে, তাদের পবিত্র ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবেযেকোনো ধর্মবিশ্বাসের ওপর আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে মৃত্যুদণ্ডেরবিধান করতে হবেএকই সঙ্গে ক্ষতিগ্রস্ত উপাসনালয় পুনর্নির্মাণ, সংখ্যালঘুদের ধ্বংস হওয়া বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের দ্বিগুণ ক্ষতিপূরণদিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনিশুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানানতিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে

 

বিভিন্নস্থানে হিন্দুসম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘নিরীহ সংখ্যালঘু সম্প্রদায় দেশে দুটিপক্ষের মধ্যে চলমান রাজনৈতিক সংঘাতের বলি হবে, আমরা তা কোনোভাবেই মেনে নেবনাএ দেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা আমাদের আমানততাদের জানমাল, ইজ্জত, উপাসনালয় রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব

 

৯ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন