ডেস্ক রিপোর্ট:যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সরকারের আমলেই মেঘনা-গোমতী, মেঘনা ও কাঁচপুর এই তিনটি বিকল্প সেতুর নির্মাণকাজ শুরু হবে।
আগামীকাল রোববার সকাল নয়টায় এ ব্যাপারে জাইকার সঙ্গে ঋণচুক্তি করা হবে। সেতু তিনটির নির্মাণ ব্যয় হবে নয় হাজার কোটি টাকা। এর মধ্যে জাইকা সাত হাজার কোটি ও বাংলাদেশ সরকার দুই হাজার কোটি টাকা দেবে।
আজ শনিবার বেলা ১১টায় দাউদকান্দির শহীদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কুমিল্লা অংশের ২১ কিলোমিটার কাজের কার্পেটিং উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী ১৩ জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কুমিল্লা অংশের ৪২ কিলোমিটার কাজের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হবে। ১৫ থেকে ২১ মার্চ মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর সংস্কারকাজও সম্পন্ন করা হবে।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ইবনে আলম হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, সড়ক ও জনপথ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
৯ মার্চ/নিউজরুম