আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে-ফারুক

0
146
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট: হানিফ, কামরুল, আশরাফের সমালোচনা করে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাদের গায়ে পচন ধরেছে দ্রুত ব্লাড টেষ্ট দরকারশনিবারসকালে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৭তম কারাবন্দি দিবস উপলক্ষে ডক্টর  এসোসিয়েশন ড্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে এ কথা বলেনতিনিবলেন,‘চলমান রাজনৈতিক দৃষ্টিতে এই মূহুর্তে তারেক রহমানকে বেশি প্রয়োজনছিল অথচ সে আজ অনেক দূরেজাতীয় সংসদে সরকারের সিনিয়র নেতৃবৃন্দ তাকে নিয়েযে বক্তব্য দেন তাতে বোঝা যায় সরকার তাকে ভয় পায় চীফ হুইপ বলেন, মামলা দিয়ে তারেক রহমানকে দমানো যাবে না,তিনি বীরের বেশে দেশে ফিরে আসবেনএবং জিয়া ও খালেদার যোগ্য উত্তরসূরী হিসেবে রাজনৈতিকে অংশ গ্রহন করবেন
ফারুকবলেন,‘ সরকার একদিকে সংলাপের কথা বলছে অন্য দিকে বিরোধী দল দমন জন্যগ্রামে গ্রামে কমিটি গঠন করে বাক শাল কায়েম করে ক্ষমতায় টিকে থাকতে চায় তিনি বলেন,‘ সরকারের কাছে কিছুই আশা করা যায় না তাই গণতন্ত্র উদ্ধার করতে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবেশাহবাগেআন্দোলন প্রসঙ্গে টেনে বলেন, আজকে আমারা দেখতে পাচ্ছি শাহবাগে গেলেমুক্তিযোদ্ধা আর না গেলে রাজাকার হয়ে যায়তাই বিভ্রান্তির রাজনীতি থেকেবের হয়ে আসার জন্য শাহবাগ আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান তিনি
সরকারেরপ্রতি আহবান জানিয়ে ফারুক বলেন, আপনারা যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকহয়ে থাকেন তবে অনতি বিলম্বে সংসদে তত্ত্বাবধায়ক সরকারর বিল উপস্থাপন করুণতাহলে হরতাল-অবরোধ হবে নাতানা হলে বিএনপি জনতার মুক্তির মঞ্চ তৈরি করেআন্দোলনে ঝাপিয়ে পড়ে আপনাদের পদত্যাগ করাতে বাধ্য করবে
 
সভাপতি  অধাপক এম এ আজিজুল হক এর  সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ড্যাব এর সহসভাপতিওবায়দুল করিম খান, বীর মুক্তিযোদ্ধা ড: আব্দুল কুদ্দুস, শিশু বিশেষঙ্গ ড:অধ্যাপক মান্নান মিয়া, চলচিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, প্রফেসর ইউসুফহায়দার, ড: আব্দুল মান্নন মিয়া, অধ্যাপক এম এ আজিজএ্যাড জয়নুল আবেদিনপ্রমুখ

 

৯ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন