আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় অবিলম্বে নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গতকাল শুক্রবার শপথ গ্রহণের পর তিনি এ আহ্বান জানান। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
গতকালই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে শপথ গ্রহণ করেন মাদুরো।সদ্য প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের শেষকৃত্যানুষ্ঠানের পর তিনি শপথ নেন।শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার দিওসদাদো ক্যাবোলো। ভেনেজুয়েলার সংবিধান হাতে নিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। এ সময় তিনি বলেন, ‘কমান্ডার হুগো চাভেজের প্রতি পুরোপুরি আনুগত্য রেখে তাঁর নামে শপথ নিয়ে বলছি, আমরা এই সংবিধান মেনে চলব এবং শক্ত হাতে আমরা মুক্ত মানুষেরা এটাকে রক্ষা করব।’
শপথ শেষে মাদুরো বলেন, ‘সমাজতন্ত্রের পথ অনুসরণ করেই চলবে ভেনেজুয়েলা।’
এদিকে, দেশটির বিরোধী জোট মাদুরোর এই শপথ গ্রহণকে ‘অসাংবিধানিক’ দাবি করে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, সংবিধান অনুযায়ী একমাত্র জাতীয় পরিষদের স্পিকারই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন।অসুস্থ থাকা অবস্থায় তাঁর উত্তরসূরি হিসেবে মাদুরোর নাম ঘোষণা করে গেছেন চাভেজ।
৯ মার্চ/নিউজরুম