রানের পাহাড়ে শ্রীলঙ্কা

0
196
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: কুমার সাঙ্গাকারার পর সেঞ্চুরি এসেছে লাহিরু থিরিমান্নের ব্যাট থেকেসঙ্গেবাংলাদেশের বোলারদের নির্জীব বোলিং আর ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়াএমনপরিস্থিতিতে যা হয়, তা-ই ঘটছে গলেলঙ্কান ব্যাটসম্যানদের আধিপত্য রানেরপাহাড়ে চাপা দিচ্ছে বাংলাদেশকেমধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৪ উইকেটহারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৬১ রানথিরিমান্নে অপরাজিত আছেন ১১৩ রানেদীনেশ চান্দিমালের সংগ্রহ ৫৫ রানপ্রথম দিন লঙ্কানদের পতন ঘটা তিনটিউইকেটই তুলে নিয়েছিলেন সোহাগ গাজীদ্বিতীয় দিন সকালে ২৭ রানে লঙ্কানঅধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফিরিয়েছেন আবুল হাসান
আজ দ্বিতীয়দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছিল বাংলাদেশপঞ্চম ওভারে লঙ্কানঅধিনায়ক ম্যাথুসকে কট অ্যান্ড বোল্ডের ফাঁদে ফেলেন আবুল হাসানতবে এর পরথেকে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই খেলে চলেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরানির্দিষ্ট করে বললে থিরিমান্নে ও চান্দিমালব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্যেরমূল কারণ বাংলাদেশের বোলারদের অহিংসবোলিং আর ফিল্ডারদের বাজেফিল্ডিংয়ের মহড়াশাহাদাতের বলে চান্দিমালের সহজ ক্যাচ ফেলেছেন আবুলহাসানজহুরুলও মিস করেছেন একটি ক্যাচহাফ চান্সও ফসকেছে বেশ কয়েকটাসবমিলিয়ে গল টেস্টে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুশফিক বাহিনীর জন্য

 

৯ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন