স্পোর্টস ডেস্ক: কুমার সাঙ্গাকারার পর সেঞ্চুরি এসেছে লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে। সঙ্গেবাংলাদেশের বোলারদের নির্জীব বোলিং আর ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। এমনপরিস্থিতিতে যা হয়, তা-ই ঘটছে গলে। লঙ্কান ব্যাটসম্যানদের আধিপত্য রানেরপাহাড়ে চাপা দিচ্ছে বাংলাদেশকে। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৪ উইকেটহারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৬১ রান। থিরিমান্নে অপরাজিত আছেন ১১৩ রানে।দীনেশ চান্দিমালের সংগ্রহ ৫৫ রান। প্রথম দিন লঙ্কানদের পতন ঘটা তিনটিউইকেটই তুলে নিয়েছিলেন সোহাগ গাজী। দ্বিতীয় দিন সকালে ২৭ রানে লঙ্কানঅধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফিরিয়েছেন আবুল হাসান।
আজ দ্বিতীয়দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছিল বাংলাদেশ। পঞ্চম ওভারে লঙ্কানঅধিনায়ক ম্যাথুসকে কট অ্যান্ড বোল্ডের ফাঁদে ফেলেন আবুল হাসান। তবে এর পরথেকে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই খেলে চলেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।নির্দিষ্ট করে বললে থিরিমান্নে ও চান্দিমাল। ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্যেরমূল কারণ বাংলাদেশের বোলারদের ‘অহিংস’ বোলিং আর ফিল্ডারদের বাজেফিল্ডিংয়ের মহড়া। শাহাদাতের বলে চান্দিমালের সহজ ক্যাচ ফেলেছেন আবুলহাসান। জহুরুলও মিস করেছেন একটি ক্যাচ। হাফ চান্সও ফসকেছে বেশ কয়েকটা। সবমিলিয়ে গল টেস্টে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুশফিক বাহিনীর জন্য।
৯ মার্চ/নিউজরুম