সোহাগ vs সাঙ্গাকারা

0
161
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: সোহাগ গাজী আশায় বসতি গড়তে চাইলেন, ‘ক্রিকেট খেলাটা এমন যে আজ ওরা রাজত্ব করেছে, কালকের দিনটি আমাদেরও হতে পারে
তা তো পারেইক্রিকেটে কত কিছুই তো হয়! তবে আপাতত গলে নেমে আসা সন্ধ্যার সঙ্গে এই টেস্টে বাংলাদেশের ভবিষ্যতের বড় মিল খুঁজে পাওয়া যাচ্ছেবিতর্কের সাগর পাড়ি দিয়ে আসা শ্রীলঙ্কা দল, নবীন অধিনায়কের তরুণ শ্রীলঙ্কা দল প্রথম দিনেই যেন ম্যাচের ভাগ্য লিখে দিল
প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন কুমার সাঙ্গাকারা২০০৭ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলের সঙ্গে এই দলের কী পার্থক্য দেখলেন প্রশ্নটা এড়িয়ে গেলেনবললেন ব্যক্তিগত প্রেক্ষাপট থেকে দুই সিরিজের পার্থক্যটা, ‘ওই সিরিজটা আমি পেছনে প্রচুর রান নিয়ে শুরু করেছিলামআর এবার খেলছি দুই মাসেরও বেশি খেলার বাইরে থেকে
সেবার প্রথম টেস্টে ৬ রানে আউট হয়েছিলেনপরের দুই টেস্টে বাংলাদেশের বোলাররা আর তাঁকে আউট করতে পারেননিকরেছিলেন ২০০ ও ২২২! প্রথম টেস্টে শ্রীলঙ্কান ইনিংসে চারটি সেঞ্চুরি ছিলচার সেঞ্চুরিয়ানের মধ্যে বিস্ময়কর একটা নামও ছিলচামিন্ডা ভাসদ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করার পর সাঙ্গাকারা এর চেয়েও বিস্ময়কর একটা তথ্য উপহার দিয়েছিলেনভাস কীভাবে খেলেছেএটা দেখে নাকি তিনি অনেক কিছু শিখেছেন!
শ্রীলঙ্কার এই দলে সাঙ্গাকারার সেই সুযোগ নেইমিডল-অর্ডারে মাহেলা জয়াবর্ধনে নেই, থিলান সামারাবীরা নেইতরুণ ব্যাটসম্যানদের শেখানোর দায়িত্বটা পুরোপুরিই তাঁর কাঁধেতা শেখালেনওসেই ডিসেম্বরের শেষে মেলবোর্ন টেস্টে আঙুল ভাঙার পর কালই প্রথম ম্যাচ খেললেনমাতারায় বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটা খেলতে চেয়েছিলেনম্যাচের আগের রাতে পৌঁছেও গিয়েছিলেন মাতারায়চুক্তি নিয়ে জটিলতায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অপমানজনকভাবে তাঁকে ফিরে আসতে বলেসুনীল গাভাস্কারের টেস্ট রানকে পেরিয়ে যাওয়া ৩১তম টেস্ট সেঞ্চুরিতে ম্যাচ প্র্যাকটিসবিহীন এই সাঙ্গাকারাই বাংলাদেশকে ঠেলে দিলেন নিরাশার আঁধারে
টেস্ট ক্রিকেটে এমন দিনের সঙ্গে অনেকবারই পরিচয় হয়েছে বাংলাদেশেরতবে টেস্ট ম্যাচ শুরুর সকালে কাল যে পরিস্থিতি, সেটি বোধ হয় নতুনহোটেল থেকে মাঠে রওনা দেওয়ার সময়ও নিশ্চিত নয়, কোন ১১ জন খেলবে!
তামিম ইকবালকে না পাওয়াটা অবশ্য ততক্ষণে মোটামুটি নিশ্চিতআগের দিন অস্ট্রেলিয়ান শল্যবিদ ডেভিড ইয়াং শেষ চেষ্টা হিসেবে বাঁ হাতের কবজিতে কর্টিসোন ইনজেকশন দিয়েছিলেনতাতেও কাজ হয়নিসকালেও ব্যথা অনুভব করেছেনএতটাই যে, ২০১০ ইংল্যান্ড সফরের স্মৃতিও যা হয় হবে, খেলে ফেলিসিদ্ধান্ত নিতে দেয়নিসেবার ইংল্যান্ডেও এমন হাতের চোট নিয়ে খেলে দুই টেস্টেই সেঞ্চুরি করেছিলেনঘটনাচক্রে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের সেঞ্চুরিটাই হয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের সর্বশেষ সেঞ্চুরি
তামিম অনেক দিনই দলেঅটোমেটিক চয়েসপেসারদের মধ্যে রুবেল হোসেনও তা-ইতিনিও নেইপরশু সকালে পিঠের ব্যথা নিয়ে ঘুম ভেঙেছেসেদিন বিশ্রাম দিয়েও কোনো ফল হয়নিসকালে মাঠে ফিটনেস টেস্টে উতরাতে ব্যর্থতামিম না থাকায় এনামুল ও মমিনুল দুই ব্যাটসম্যানের অভিষেকই নিশ্চিত হয়ে গিয়েছিলসিদ্ধান্ত নেওয়ার ছিল দুই পেসারের মধ্যেশাহাদাত, না রবিউল?
রবিউলকে নিলে বাংলাদেশের বোলিং আক্রমণের মিলিত অভিজ্ঞতা হয়ে যায় ৯ টেস্টের! শাহাদাতের ৩৪ টেস্টের অভিজ্ঞতাই তাই বেছে নেওয়া হলোসেই অভিজ্ঞতার কোনো সুফল অবশ্য পাওয়া গেল নাবিপিএলের সময় শন টেইট এক জোড়া বুট দিয়ে গেছেনসেটি পেয়ে উজ্জীবিত শাহাদাত টেস্টে গতির ঝড় তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেনকিন্তু গতি তো আর শুধু বুটে আসে না১৩৮-১৩৯ কিলোমিটার পর্যন্ত ছুঁলেন শুরুতেশেষ দিকে যা নেমে এল ১৩০-এর নিচেসারা দিনে উইকেট নিতে পারেন, এমন বল একটি কি দুটি!
নতুন বলে শাহাদাত ও আবুল হাসানের বোলিংয়ের সময় টেলিভিশনে দুজনের ক্যারিয়ার রেকর্ড দেখাচ্ছিলএকজনের বোলিং অ্যাভারেজ টপ-অর্ডার ব্যাটসম্যানদের মতো, অন্যজনের কোনো অ্যাভারেজই নেই! আবুল হাসান টেস্ট অভিষেকে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করে ফেললেও এখনো যে টেস্ট উইকেটের দেখা পাননি
উইকেট না পেলেন, রানটা তো আটকে রাখা যায়সেটিতেও ব্যর্থ শাহাদাত-হাসানরাপ্রথম দুই সেশন শেষে রানরেট ছিল সাড়ে চারের ওপরেদিন শেষে একটু নেমে এসেছে, তার পরও সেটি ৪.২২!
একমাত্র যাঁর বোলিং দেখে উইকেট নিতে পারেন বলে মনে হয়েছে, দিনের তিনটি উইকেটই সেই সোহাগ গাজীরস্পেশালিস্ট বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ীও তিনিইমাত্র তৃতীয় টেস্টেই সোহাগ হয়ে গেছেন বাংলাদেশের বোলিং-ভরসাএই অফ স্পিনারের জন্য বড় স্বীকৃতি, তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুশি হওয়ার মতো তথ্য নয়
সাঙ্গাকারার উইকেটটি শেষ পর্যন্ত সোহাগই পেয়েছেননা পেলে সেটি বড় দুঃখের কারণ হতোএকবার ফ্লাইটে বোকা বানিয়েও সাঙ্গাকারাকে অল্পের জন্য স্টাম্পিং করতে পারেননিআরেকবার আম্পায়ারের ভুলে বঞ্চিত হয়েছেন এলবিডব্লু পাওয়া থেকেতখন ৩৮ রানে থাকা সাঙ্গাকারা পরের সুযোগটা দিলেন ১১১ রানেসেটিও সোহাগের বলেইকিন্তু মিড অনে ক্যাচ ফেলে দিলেন আশরাফুল
টেস্টে যাঁর ৮টি ডাবল সেঞ্চুরি, সেই সাঙ্গাকারাকে ১৪২ রানে ফেরাতে পারাটাও অবশ্য বড় স্বস্তিগলের প্রথম দিনে বাংলাদেশের তৃপ্তির জায়গা এটুকুই!

 

৯ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন