তেভেজ গ্রেপ্তার! কারণ….

0
170
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক:থানাহাজতে থাকতে কেমন লাগে, সেই অভিজ্ঞতা হয়ে গেল কার্লোস তেভেজেরমাত্রইগত সপ্তাহে দারুণ এক গোল করে ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেনপ্রশংসারবদ্বুদে ভাসতে না-ভাসতেই ভুল কারণে হুট করে খবরে চলে এলেন এই আর্জেন্টাইনতেভেজ গ্রেপ্তার! অবশ্যই গুরুতর কোনো কারণে গ্রেপ্তার হননিইংল্যান্ডেগাড়ি চালানো নিয়ে সেই শুরুর দিনগুলো থেকেই ঝামেলার মধ্যে আছেনসর্বশেষ গতজানুয়ারিতে ইংল্যান্ডে গাড়ি চালানোর ব্যাপারে তাঁর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞাদিয়েছিলেন আদালতসেটিরই তোয়াক্কা না করে গাড়ি চালাতে গিয়েই গ্রেপ্তারহয়েছেন ২৯ বছর বয়সীঅবশ্য জামিনে ছাড়াও পেয়ে গেছেন
আপাতত ছাড়া পেলেওতেভেজের মাথার ওপর ঝুলছে শাস্তির খড়্গতেভেজের জেলও হয়ে যেতে পারেনিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর সর্বোচ্চ শাস্তি যে ছয় মাসের জেল এবং ৫হাজার পাউন্ড জরিমানাঅবশ্য এ ধরনের শাস্তির ক্ষেত্রে আদালত তারকাদেরকারাদণ্ডের পরিবর্তে বিভিন্ন ধরনের সামাজিক কাজের নির্দেশ দিয়ে থাকেনদেখাযাক, কী আছে তেভেজের কপালে! এএফপি

 

৯ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন