বিনোদন ডেস্ক: বরফি ছবিতে ‘ঝিলমিল চ্যাটার্জি’ চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছেনপ্রিয়াঙ্কা চোপড়া। বাঙালি চরিত্র তো তাঁর প্রিয় হবেই। গুন্ডে ছবিতে আবারবাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। প্রিয়াঙ্কাবলেন, ‘বাঙালি মেয়েরা ভীষণ সাহসী আর সুন্দর। আমি এমন মেয়ের চরিত্রে অভিনয়করতে পছন্দ করি।’
কলকাতার পটভূমিতে এই শহরের দুই মাস্তানের জীবনকে ঘিরেএই ছবির কাহিনি। প্রিয়াঙ্কার সঙ্গে ছবিতে অভিনয় করছেন রণবীর সিং ও অর্জুনকাপুর।
‘ছবিতে আমার চরিত্রটি এক বাঙালি মেয়ের। নাম নন্দিতা। মাত্রই ছবিরকাজ শুরু হলো। এর বেশি কিছু আর বলতে পারছি না।’ বলছিলেন প্রিয়াঙ্কা।আইএএনএস।
৯ মার্চ/নিউজরুম