বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির ছবিচোরাবালি। এই দুটি দেশে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে বিডি ক্র্যাফট। এইপ্রতিষ্ঠানের কর্ণধার সাইদ ফয়েজ ই-বার্তার মাধ্যমে জানান, চোরাবালি ছবিটিঅস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিসবেন ও পার্থ এবংনিউজিল্যান্ডের অকল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যবস্থা নেওয়াহয়েছে। এখন পর্যন্ত যতটুকু চূড়ান্ত হয়েছে, সে অনুযায়ী আজ ৯ ও কাল ১০ মার্চসিডনির হোয়েটস ব্যাংকটাউন সিনেমা হলে, ১৬ মার্চ অ্যাডিলেডের হোয়েটস টি ট্রিপ্লাজা সিনেমা হলে, ১৭ মার্চ ক্যানবেরার হোয়েটস উডেন সিনেমা হলে ও ২৪মার্চ মেলবোর্নের হোয়েটস চ্যাডস্টোন সিনেমা হলে প্রদর্শন করা হবে চোরাবালিছবিটি। এরই মধ্যে ছবির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। অনলাইনে টিকিটপাওয়া যাচ্ছে bdcrafts.com/chorabali ঠিকানায় অথবা ০৪২২৬৯১৩১৩ (অপু)নম্বরেও যোগাযোগ করা যাবে।
চোরাবালি ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীলসেনগুপ্ত, জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, এ টি এম শামসুজ্জামান, সোহেলরানা, ইরেশ যাকের প্রমুখ।
৯ মার্চ/নিউজরুম